বিবেকের কান্না

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৯ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৬:১৯ দুপুর



কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।

(সব গোলমেলে… বুকে জ্বলছে আগুন….)

যিনি তোমায় দিছে সম্মান তিনি বিধি সকলের

যাকে ইচ্ছে দিতে পারে ছিনিয়েও নিতে পারে

করতে পারে পেরেসান….

তবু কেন চালিয়ে ক্ষমতা মুখ রাখছো বন্ধ।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।

টা টাট টা টা…. ডি.সা ডি..সা…

লাঠির পেঠা বন্দুক নল

জনতারা বলির পাঠা

ইচ্ছে মত খতম কর

বিরোধীতে পরুক ভাটা

তবু তুমি ধরলে কষে ক্ষমতার শক্ত রশি

মিথ্যার রেনু ছড়ালে জনে জনে

মুক্ত হবে কি দ্বন্দ্ব।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।

(চোখ জ্বলে…. নাক জ্বলে

কাদুনে গ্যাসের ধোয়া)

লা....লাল ..লা..লা পা..পাপ..পা..পা

(ড্রাম… ড্রাম… ঠুঁস ঠাঁস )

মতিঝিলে ঝিল নেই

রক্তের নেই তো দাগ

আছে ঘুমন্ত মানুষের

স্মৃতির আত্ম চিৎকার …

মৃত্যুর কাফেলা তাওহিদী জনতা

বিবেকের টানে মিশে ছিল স্কন্ধ।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ।।

কেন এই ক্ষমতার ক্ষমতার ক্ষমতার মোহে তুমি অন্ধ। ।

বিষয়: সাহিত্য

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File