জাপানী আদলে বাংলা হাইকু (৬২১-৬৪০)

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৪ এপ্রিল, ২০১৩, ১১:৪৩:৪৮ সকাল

(বৈশাখ পর্বণ)

621. হলুদ বর্ণ

বৈশাখী মেয়ে হাঁটে

নাদুসনুদুস।

622. বৈশাখ এলো

বাসন্তী শাড়ি পরে

হলুদ পাখি।

623. নতুন বর্ষ

পুরাণের পরিচ্ছন্নে

নয়া ঝাড়ন।

624. আলোকজ্জ্বল

এ বৈশাখী বরণ

হোক প্রত্যয়।

625. ইলিশ ভাজা

ডাল-ভর্তা পান্তাভাত

আহার্য পর্ব।

626. উৎসবামেজ

বাংলার যুবা বৃদ্ধ

বৈশাখী মন।

627. কাল বোশেখী

ধূয়ে ছাফ ময়লা

বর্জন যত।

628. বোশেখ মাসে

মাঠ ফেটে চৌচির

জল অন্বেষা।

629. প্রত্যাশা কিছু

বাংলা নববর্ষের

উচ্ছ্বল ধারা।

630. বৈশাখী মেলা

নৈতিক অধঃপথে

না যেন রই।

631. বৈশাখী পর্ব

মদ, জুয়া, গাঞ্জার

দাসত্বে নয়।

632. নব বর্ষের

শান্তির সুধা পানে

উড়া কৈতর।

633. ললনা মেলা

নব বর্ষের কির্তী

মতি স্বীকৃত।

634. বৈশাখ মাস

আম মধু পর্বণ

ক্ষির বাতাসা।

635. নতুন সাজে

বৈশাখ আগামীর

সতৃষ্ণ পথ।

636. এসো বৈশাখ

শংসিত বার্তাবহ

নব্য আমেজ।

637. বৈশাখ এসো

শকুনি নিরসনে

ভ্রাতৃমঙ্গল।

638. গানের কলি

নববর্ষের প্রাণ

সংসপ্তক।

639. সুখোষ্ণ মেলা

বৈশাখের স্বপ্রাণ

মৃতুঞ্জয়ীর।

640. নব বর্ষের

আপ্লুত জনতার

হোক বন্ধুত্ব।

বিষয়: সাহিত্য

১৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File