একটি আত্মার অপমৃত্যু
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৩ এপ্রিল, ২০১৩, ০১:২৮:১৮ দুপুর
(শ্রদ্ধাস্পদেষূ মহাবুবুর রহমানকে...।)
যখন উদ্যাম সৈনিকের কলম আজন্ম স্মৃতি চিহ্ন ধরে থাকে
তখন বর্শার আঘাতগুলো ঢালের সাহায্যে ফিরিয়ে দেয়
হাজার হাজার আত্মার খোরাক জোগায় সে লেখায়
সান্তনার তৃপ্তির ঢেকুর তুলতো বাংলা ভাষাভাষীর জনতা
দৃশ্যপটে অজানার অভিধা পাতায় চোখ ছিল
দেশ মাতৃকাও পেত সত্যনিষ্ঠ একাগ্রতা।
আজ হারাতে বসেছি আমাদের বির্মূত চেতনা
আজ হারিয়ে পেয়েছি অদ্ভুত অদ্ভুত মূক হয়ে যাওয়া
একটি ক্ষমতার যথেচ্ছা শাসন ব্যবস্থাই আমরা দেখবো
খবরের অন্তরালে কি ঘটছে কি রটনা আঁড়ালেই রয়ে যাবে
সব কলমগুলো স্থবির ওরা সংগ্রাম জানে না
শুধু নতি স্বীকার গতিয়ে এক রোখা চলাচল
ক্যামেরাগুলো একই নেটওয়াকিংএ বাঁধা
একই গানের সুর শুনতে থাকি আর অবাক দৃষ্টিতে দেখি
আর কতটা সময় ফলবে একই ফলন এ ভূমিতে
আর কতকটা সময় খেতে হবে দগ্ধ বিড়ম্বিত দানা
আমাদের আত্মা আজ গুণে পোকার দখলে
কুঁড়ে কুঁড়ে খায় মাথার মগজ কোন শব্দহীন
আলোহীন থেকে যাচ্ছে অলস পাথুরে শতাব্দির ইতিহাস
আত্মারা পালিয়ে বেড়াচ্ছে এ ঘাট ও ঘাট…..
আমাদের আবার জাগাতে হবে.. জাগতে হবে
কবে সত্যের উপর প্রতিষ্ঠিত হবে জ্ঞান কলম সৈনিক
এ দেশে তখন পাবে সে আমজনতার সহস্র সন্মান।
বিষয়: সাহিত্য
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন