বিশ্বাসের মোহ

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১২ এপ্রিল, ২০১৩, ০২:২৭:৩৭ দুপুর

পৃথিবীটা আবহমান কালের চক্র সৃষ্টিকর্তার সৃজন

আমাদের দৃষ্টিকে প্রসার করে সুখোদ বিশ্বাসে বাঁচি

বহু পুরাতন সূর্য আপন পত্রের রোদ ঝরে যেন

নতুন বরণ আলোর ফসিল

স্রোতের বিমুখে অতিক্রমন করা যেমন কষ্টসাধ্য

তেলে জলে মিশ্রণ দ্রবণ তেমনি

তবু নদীজল আঁকাবাঁকা চলে দূরত্বে সাগরে মেশে

তবু ঝর্ণা বয়ে চলে উচ্ছ্বাস গতিয়ে

তবু জোনাকিরা মিট মিট আলো জ্বালে

আমরা কিন্তু এক একজন ভিন্ন রঙে আস্বাদে রঙিন

চশমার কালারে নিজেকে মিলিয়ে দেখে নেই

আমাদের চারিপার্শ্ব নান্দনিক পরিবেশ।

এ পৃথিবীর কতটুকু অভিজ্ঞান ব্রেনের থলিতে জমা

সে গবেষণার প্রকৃত হিসাব শুধু তিনিই জানেন যিনি কারিগর

তিনি পিঞ্জরে বান্ধেন হৃদয় নামের সুপ্ত পাখি

যাকে চিনলে আর কিছু বাকী যে রয় না….।

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File