দোযখের মরসুম
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৬ এপ্রিল, ২০১৩, ১১:২১:১৯ সকাল
আমি জীবনের প্রশান্তিকে খুঁজতে সাতসাগরে পাল তুলেছি
রাত-বিরাতের সৌন্দর্যকে আঁকড়ে ধরে উৎসবে মেতেছি
গাঁজার নৌকায়…শরাব জোয়ারে ভেসে যেতে যেতে জিম মেরে
শাহবাগে গানের সুধার কলকি টানে কাটাচ্ছি চব্বিশ ঘন্টা।
প্রভূর বিধান স্রোত উল্টো করে উলঙ্গ হয়েছি
বিচারের বিরুদ্ধ ধারনে হাতিয়ার খুঁজে ফিরে
আমি আমার ভেতরে জমে থাকা পুঁজ, পঁচা আবর্জনা
ছিটিয়ে ছিটিয়ে কাচকি মাছের মতো জমায়েত করি
ওরা আমাকে পেয়েছে আমি উৎসব জোয়ারে ভাসি।
আমকে দেখেই শয়তান হাসেন: ‘তুমিতো আমার সহকর্মী
মহাকাশের কোন স্থানটুকু না চুমেছি….প্রধানতম ফেরেস্তাদের একজন
তবুও আদমে নত হইনি… আমার অহং
আজ আজাজিল থেকে শয়তান খেতাব।’
আমি মানুষের বাসনাগুলোকে চিপিয়ে মচরিয়ে মড়াই করেছি
কি হচ্ছে বা হবে এ নিয়ে চিন্তা করার.। বুঝার সময় নেই
নেশা পেলে যথেচ্ছা চলাফেরা…সুদ ঘুষ হত্যা নির্যাতন নিত্য কর্ম
মুখে যা বলি তা নিজেও করি না.. করতেও দেই না
সত্যনিষ্ট আদর্শের পোদে ঝাটা মারি।
এখন যে উৎসব আহা! কাতুকুতু। ভেজা বেড়াল আবেশি
চাবিটা নাড়লেই ক্ষুধার অবদমন কম কথা নয়
বোতল বোতল দোযখের মরসুম আমেজ
সমুদ্র ফেনায় ভেসে যেতে থাকি… শয়তান হাসেন।
হায় প্রভু! আমি পাগল হয়ে গেছি অতিশয় নন্দন ধারায়
কতটা ঘোমরাই হয়েছি… কতটা স্বার্থের আত্মভোলা হয়েছি
আমি ভাবতেই পারি না আমি একটা ঘিলুহীন অপদার্থ
নষ্ট দিনগুলো কত যে আনন্দের..।দোযখের মরসুম
আমি তাকে আঁকড়ে ধরে আছি… ফলাফল জিরো
আমার কৃত কর্মের জন্য কেবল আমিই দায়ী।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন