♩বিদায় ♫

লিখেছেন লিখেছেন জোনাকি ১৬ আগস্ট, ২০১৫, ১০:৩৬:০৫ সকাল

সন্ধ্যা বাজায় নীলচে শানাই নিত্য এ আসরে।

বনের পায়ে সারাক্ষণই কত্ত পাতা ঝরে।

তবুও দীঘির বুকটা কেন কাঁপছে অবুঝ ঘোরে?

বিদায়কালে মনটা কেন মূর্খ হয়ে পোড়ে?

Love Struck

স্বর্গীয় সব চিঠির ভারে ডালগুলো সব নুয়ে।

কোন চিঠিটা আগে পড়ি কোন চিঠিটা থুয়ে?

বৈঁচি, বেরি, ম্যাপল, চেরি, পপি, লিলির ভাষা

এত্ত মিঠে হাজার পড়েও ফুরায়না তো আশা।

Rose

বৃষ্টিধারা হারায় যে খেই বনের গভীরতায়।

এমন জলজ প্রেমকাব্য কে দেখেছে কোথায়?

এই ঘনবন ছেড়ে যাব কোন দূরে কে জানে?

লালপাখিটা খুঁজবে কিনা সুরেসুরে গানে?

Bee

হলদেপাখি যদি দেখে জানালাটা খালি।

নাচবে কি সে আর তেমনি সাজিয়ে রূপের ডালি?

নীলপাখিটা উড়াল খেলা দেখাবে আর কাকে?

কে রে এত ভালোবেসে চোখবিছিয়ে রাখে?

Worried

ঋণ এসে বীণ বাজায় বেসুর পোড়ে মনের বাড়ি।

মায়া এসে ছায়া হয়ে বুকটা করে ভারি।

বিষয়: সাহিত্য

২৭০৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336107
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সাতসকালেই সুন্দর একটি কবিতা পড়ার সৌভাগ্য হলো। ধন্যবাদ অন্ধকারের প্রদীপ আপা Love Struck Love Struck
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
278016
জোনাকি লিখেছেন : সুন্দর কথা শুনে ঘুমাতে যাওয়ার সৌভাগ্য হলো। অনেক ধন্যবাদ Love Struck Happy
336120
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভাল লেগেছে। কেমন একটা বিষাদের ছাপ মনকে নাড়িয়ে দিয়ে গেল। কবি ও কবিতা, বেঁচে থাকুক উচ্ছলতায়।
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
278096
জোনাকি লিখেছেন : তবুও কেন মেঘ করে মন বাদলা হাওয়া বয়?
বনের কাছে বিদায় চাওয়া একি কঠিন নয়?

ইমরানও বেঁচে থাকুক আনন্দে উচ্ছলতায়।
336126
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৪২
নাবিক লিখেছেন : খুব সুন্দর একটা কবিতা। ৪বার পড়েছি, ভালো লাগে অনেক। +++++
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
278095
জোনাকি লিখেছেন : ওনেক ভাল্লাগলো নাবিক। ভালো থাকুন।
336137
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৬
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
278094
জোনাকি লিখেছেন : অনেক ধন্যবাদ শিকারী
336157
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৬
নারী লিখেছেন : অনেক সুন্দর কবিতা।বেশ ভালো লাগলো।ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
278093
জোনাকি লিখেছেন : শুভেচ্ছা নারী Happy
336195
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঋণ এসে বীণ বাজায় বেসুর পোড়ে মনের বাড়ি।
মায়া এসে ছায়া হয়ে বুকটা করে ভারি।



কোবতে খানা লাগলো ভালো,
ধাক্কা খেলাম 'থট'এ-
ঋণ পরিশোধ কেমনে হবে-
ভাবনা বিষম বটে!!
336474
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর প্রকাশ.. অনেক ধন্যবাদ
১৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৫
278469
জোনাকি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
353920
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:২৬
294150
জোনাকি লিখেছেন : এমন আহ্বান কিভাবে উপেক্ষা করি! চেষ্টা করবো। ভালো লাগলো যে আমার কথা কারো মনে আছে Happy ভালো থাকুন, ভালো লিখুন Praying
361472
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File