আমার ভাষা
লিখেছেন লিখেছেন জোনাকি ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:২১:১৮ দুপুর
আমার ভাষা
শীতের রোদের আদর যেমন
আমার মায়ের ভাষা।
ইলিশমাছের ভাজার মতোই
গন্ধে স্বাদে ঠাসা।
.
আমার ভাষা শুনবে কেমন?
কৃষ্ণচূড়ার লালটা যেমন।
লালমরিচের ঝালটা যেমন।
ঝুমকো আপার শালটা যেমন।
টোলপড়া তার গালটা যেমন।
.
আমার ভাষা শুনবে কেমন?
দোয়েলপাখীর শীষটি যেমন।
স্মৃতির মুষলবিষটি যেমন।
বাবা মায়ের দৃষটি যেমন।
কবিতা গান মিষটি যেমন।
.
সাজু রূপার প্রেমের মতো
নকশীকাঁথার মাঠে
আমার ভাষার চিত্রকলা
প্রাণের সবুজপটে।
বিষয়: সাহিত্য
১৪০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাতে আমি ফাস্টু!!!
জাযাকাল্লাহু খাইর ইয়া আখি।
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহ...
মন্তব্য করতে লগইন করুন