সোমা, লুমা ও নীলার ঈদ
লিখেছেন লিখেছেন জোনাকি ৩০ জুলাই, ২০১৫, ০৯:৩৭:২৪ রাত
মালা, দুল কিনলো
মেন্দিও পিনলো
সোমা মনচাঙা।![]()
বুক চিনচিনলো
নাই চোখে নিনলো
নীলা দিলভাঙা। 
লাল ব্যাগ ঝুললো
আনন্দে দুললো
নয়া জামা গায়,
সোমা, লুমা ছুটলো
ঈদগাহে জুটলো
নীলা নাইনাই।![]()
"কৈ নীলা কৈ রে?"
খুঁজে হৈহৈ রে
সোমা, লুমা খুব,
বস্তিতে আসলো
মুচকুড়ি হাসলো
"পরে নাও টুপ।"![]()
নীলপনা হিল আর
লালপনা চুড়ি
জামাটার তাইতোরে!
নাইতোরে জুড়ি।![]()
নীলা পরি সাজলো
সুখ তার বাজলো
ছোট্টটি বুকে
নাই আজ কাজলো
দুখ হয় ভাঁজলো,
কে নীলারে রুখে?
shomoymoto postan hoyni
বলে dukখিto ![]()
বিষয়: সাহিত্য
১৫৩৬ বার পঠিত, ১১ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
thanks
ta vala asen vaidi?
Deri kore koments korai
মন্তব্য করতে লগইন করুন