ডেবরা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩০ জুলাই, ২০১৫, ১০:১৬:০৮ রাত
ইদানিং সাতার কাটছি একটানা এক কিলো মিটার এর কিছু বেশী,কখনও দেড় কিলোমিটার। এটা যে এতটা দারুন বিষয় তা আগে বুঝিনি,যদিও পুরো শৈশব কৈশরই কেটেছে সাতার কেটে। সারাদিন পুরো শরীর একেবারে ঝরঝরে লাগে।
এক ঘন্টা আগে সাতার শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখী রাস্তায় এক বুড়ি পড়ে আছে। এভাবে পড়ে অনেক লোককে মারা যেতে দেখেছি। আমি দ্রুত কাছে গিয়ে জিজ্ঞেস করলাম -আপনি ঠিক আছেন ? তিনি বললেন -মনে হচ্ছে ঠিক আছি। আমার হার্ট ও হাতের একটা অংশে সার্জারি হয়েছে। আমি হাত ধরে উঠাতে চাইলাম কিন্তু তিনি অভিজ্ঞ আরও খানিকটা সময় শুয়ে থাকতে চাইলেন। শরীরের অবস্থা বুছে উঠতে চাইলেন। হঠাৎ খেয়াল করলাম সে আমার সহকর্মী। বললাম আরে ডেবরা আপনি !! উনি তাকিয়ে বললেন...ওহ তুমি...। একজন পরিচিত মানুষকে পেয়ে উনি বেশ খুশী হলেন। ইতিমধ্যে বেশ কয়েকজন পথচারী চলে এসেছে উনাকে সাহায করতে। একজন আবার দমকল কর্মীদের ডাকল। এসব বিষয় ফায়ার সার্ভিসই দেখে। তারা প্রাথমিক চিকিৎস্যা দিয়ে তাদের সাথে থাকা এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। কোথাও আগুন নেভাতে গেলেও তাদের সাথে এ্যাম্বুলেন্স থাকে।
এসময়ে নিকটবর্তী স্থানেই তারা ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা আসল। একজন চেক করল। এবার ডেবরা উঠে বসলেন। বললেন তিনি ঠিক আছেন। দমকল কর্মীরা নিশ্চিত হবার পর চলে গেল। উনি আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেলেন।
এদেশে বুড়ো বুড়িদের দেখার লোক নেই বললেই চলে। তবে উন্নত স্বাস্থ্য সেবা রয়েছে। কিন্তু মানুষের একান্ত আপনজনের সেবা আর এসব আর্টিফিসিয়াল সেবা এক নয়। এরা সারা জীবন টাকা জমায় বুড়ো বয়সে ওল্ডহোমে থাকার জন্যে,সেখানে থাকার খরচ অনেক। অনেকে খরচ করে নি:স্ব হলে সরকার কিছু বহনও করে। কিন্তু তারা যে কতটা অসহায় সে দৃশ্য খানিকটা আমি দেখেছি। এদেরকে দেখলে মনে হয়-ইশ যদি এরা অনুগত সন্তান জন্ম দিতে পারত ! কিন্তু এরা এমন জীবন ব্যবস্থা বেছে নিয়েছে ,যেখানে এরকমই হবে এদের দুনিয়ার জীবন।
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন কাউন্টিতে থাকেন ?
নিজেদের প্রাইভেসী ও বেটার লাইফ লিডের জন্য ছেলে মেয়েরা বাবা মা হতে আলাদা হয়ে যায় ।
অন্যের বাবা মায়ের দুঃখ দেখে আফসোস করলেও এটা খেয়ালই থাকে না যে নিজের বাবা মাও কিন্তু অনেকটা একই দশায় ।
তাদের বাসাতে কি ছেলে মেয়েদের জন্য ওল্ডহোমে যে অনেক সুবিধা থাকে- যেমন সার্বক্ষনিক নার্স,ডাক্তার কেয়ার,নানান মেশিন - এসব থাকে ?
এতদসত্ত্বেও কি বাবা মা তাদের সন্তানকে চাইল্ড হোমে পাঠিয়ে দেন নিজেদের প্রাইভেসীর খাতিরে ?
এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে সন্তানকে লালন পালন করার আগে বাবা মাকে চিন্তা করতে হবে , তারা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের দেখভাল করবে - না কি যেখানে সন্তান নিশ্চিতভাবেই তাকে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে পাঠাবে তার জন্য কোন পেরেশানী না নিয়ে সোজা চাইল্ড হোমে পাঠিয়ে দেবে।
আর পরকালের জীবন হবে আরো ভয়াবহ।
মন্তব্য করতে লগইন করুন