ডেবরা

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩০ জুলাই, ২০১৫, ১০:১৬:০৮ রাত



ইদানিং সাতার কাটছি একটানা এক কিলো মিটার এর কিছু বেশী,কখনও দেড় কিলোমিটার। এটা যে এতটা দারুন বিষয় তা আগে বুঝিনি,যদিও পুরো শৈশব কৈশরই কেটেছে সাতার কেটে। সারাদিন পুরো শরীর একেবারে ঝরঝরে লাগে।

এক ঘন্টা আগে সাতার শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখী রাস্তায় এক বুড়ি পড়ে আছে। এভাবে পড়ে অনেক লোককে মারা যেতে দেখেছি। আমি দ্রুত কাছে গিয়ে জিজ্ঞেস করলাম -আপনি ঠিক আছেন ? তিনি বললেন -মনে হচ্ছে ঠিক আছি। আমার হার্ট ও হাতের একটা অংশে সার্জারি হয়েছে। আমি হাত ধরে উঠাতে চাইলাম কিন্তু তিনি অভিজ্ঞ আরও খানিকটা সময় শুয়ে থাকতে চাইলেন। শরীরের অবস্থা বুছে উঠতে চাইলেন। হঠাৎ খেয়াল করলাম সে আমার সহকর্মী। বললাম আরে ডেবরা আপনি !! উনি তাকিয়ে বললেন...ওহ তুমি...। একজন পরিচিত মানুষকে পেয়ে উনি বেশ খুশী হলেন। ইতিমধ্যে বেশ কয়েকজন পথচারী চলে এসেছে উনাকে সাহায করতে। একজন আবার দমকল কর্মীদের ডাকল। এসব বিষয় ফায়ার সার্ভিসই দেখে। তারা প্রাথমিক চিকিৎস্যা দিয়ে তাদের সাথে থাকা এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। কোথাও আগুন নেভাতে গেলেও তাদের সাথে এ্যাম্বুলেন্স থাকে।

এসময়ে নিকটবর্তী স্থানেই তারা ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা আসল। একজন চেক করল। এবার ডেবরা উঠে বসলেন। বললেন তিনি ঠিক আছেন। দমকল কর্মীরা নিশ্চিত হবার পর চলে গেল। উনি আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেলেন।

এদেশে বুড়ো বুড়িদের দেখার লোক নেই বললেই চলে। তবে উন্নত স্বাস্থ্য সেবা রয়েছে। কিন্তু মানুষের একান্ত আপনজনের সেবা আর এসব আর্টিফিসিয়াল সেবা এক নয়। এরা সারা জীবন টাকা জমায় বুড়ো বয়সে ওল্ডহোমে থাকার জন্যে,সেখানে থাকার খরচ অনেক। অনেকে খরচ করে নি:স্ব হলে সরকার কিছু বহনও করে। কিন্তু তারা যে কতটা অসহায় সে দৃশ্য খানিকটা আমি দেখেছি। এদেরকে দেখলে মনে হয়-ইশ যদি এরা অনুগত সন্তান জন্ম দিতে পারত ! কিন্তু এরা এমন জীবন ব্যবস্থা বেছে নিয়েছে ,যেখানে এরকমই হবে এদের দুনিয়ার জীবন।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332752
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২৩
মনসুর আহামেদ লিখেছেন : এখানের জীবন এমনি। এমন কি বাংলাদেশে ওল্ডহোমের ব্যবস্থা আছে। আপনি ওরাগনের
কোন কাউন্টিতে থাকেন ?
৩০ জুলাই ২০১৫ রাত ১০:৪৩
274988
দ্য স্লেভ লিখেছেন : জি কথা সত্য। দেশেও এরকম উন্নত হচ্ছে Happy..আমি লিন কাউন্টিতে থাকি
332753
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২৫
জোনাকি লিখেছেন : হুম! Sad
৩০ জুলাই ২০১৫ রাত ১০:৪৩
274989
দ্য স্লেভ লিখেছেন : কি হুম Smug Smug ?
332769
৩০ জুলাই ২০১৫ রাত ১১:১৫
নাবিক লিখেছেন : ওল্ড হোমের পুরো ব্যাপারটাই আমার কাছে খুব অমানবীক লাগে। একটা মানুষ তার জীবনের বেশীর ভাগ সময় সন্তানের পিছনে ব্যায় করে আর শেষ বয়সে সেই সন্তান থেকেই যদি দূরে থাকতে হয়। তাহলে এরচেয়ে কষ্ট এরচেয়ে বেদনা আর কোনো কিছুতে কি থাকতে পারে?
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:৫০
275070
দ্য স্লেভ লিখেছেন : জি এরাও যৌবনে একই কাজ করেছিলো। আর এরা এটা মেনেও নিয়েছে....কি াার করা
332784
৩১ জুলাই ২০১৫ রাত ০১:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : বুড়ো বুড়িদের একই অবস্হা আমাদের এখানেও।
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:৫১
275071
দ্য স্লেভ লিখেছেন : মুসলিম পরিবার ছাড়া সুখ নাইরে ভাই...
332823
৩১ জুলাই ২০১৫ সকাল ০৫:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথাকথিত আধুনিকতা আর পুঁজিবাদ এর প্রধান ফর্মুলাই হচ্ছে সব কিছুই পন্য। ভেবে দেখুন তো যদি এই মহিলা একলা না থাকতেন তা হলে ফায়ারসার্ভিস এবং ওল্ডহোম এর কিছু মানুষ এর চাকরি হত না। দামি এম্বুলেন্স কিনারও প্রয়োজন থাকত না। তাই তাদের ফর্মুলা বৃদ্ধ বয়সে আরামে থাকতে টাকা জমাও আর এই সুযোগে জমান টাকা ব্যবহাার করে ব্যংকগুলি কিছু কামিয়ে নিক!
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:৫২
275072
দ্য স্লেভ লিখেছেন : জি এটা বিশাল বিজনেস। যুবকের থেকে যা না কামায়,বুড়ার থেকে তার কয়েকগুন কামিয়ে নেয়। সার্ভিস ভালো দেয় কিন্তু কনসেপ্টটা অমানবিক...
332860
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : ওল্ড হোমে থাকা আর একাকী নিজের বাসায় থাকা প্রায় একই রকম ।

নিজেদের প্রাইভেসী ও বেটার লাইফ লিডের জন্য ছেলে মেয়েরা বাবা মা হতে আলাদা হয়ে যায় ।

অন্যের বাবা মায়ের দুঃখ দেখে আফসোস করলেও এটা খেয়ালই থাকে না যে নিজের বাবা মাও কিন্তু অনেকটা একই দশায় ।
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৪
275073
দ্য স্লেভ লিখেছেন : ওল্ডহোসে অনেক সুবিধা থাকে। যেমন সার্বক্সনিক নার্স,ডাক্তার কেয়ার,নানান মেশিন। তারা সেখানে সেবা পায় যেটা বাসায় পেতনা। তাছাড়া অনেকে একা থেকে হঠাৎ হার্ট এ্যাটাকে মারাও গেছে....ফলে তারা তাদের একটা ব্যবস্থা করে নিয়েছে। অনেকে মেক্সিকো বা অন্য সস্তা দেশে যায় এবং আমেরিকা থেকে ভাতা নিয়ে সেখানে তাদের ভালো কাটে
৩১ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
275075
হতভাগা লিখেছেন : বৃদ্ধ বাবা মায়ের অসুস্থতাই যদি ছেলে মেয়েদের ভয়ের প্রধান কারণ হয় , সেরকম ভয় তো তার বাবা মায়েরও ছিল যখন সে শিশু ছিল !

তাদের বাসাতে কি ছেলে মেয়েদের জন্য ওল্ডহোমে যে অনেক সুবিধা থাকে- যেমন সার্বক্ষনিক নার্স,ডাক্তার কেয়ার,নানান মেশিন - এসব থাকে ?

এতদসত্ত্বেও কি বাবা মা তাদের সন্তানকে চাইল্ড হোমে পাঠিয়ে দেন নিজেদের প্রাইভেসীর খাতিরে ?

এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে সন্তানকে লালন পালন করার আগে বাবা মাকে চিন্তা করতে হবে , তারা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের দেখভাল করবে - না কি যেখানে সন্তান নিশ্চিতভাবেই তাকে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে পাঠাবে তার জন্য কোন পেরেশানী না নিয়ে সোজা চাইল্ড হোমে পাঠিয়ে দেবে।
332889
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওল্ড হোম তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান! আমি মনে করতাম ওখানে ফ্রি চলে সবকিছু।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:২৩
275246
দ্য স্লেভ লিখেছেন : না ফ্রি না। তবে সোশাল ওয়েলফেয়র কান্ট্রি নামক কিছু দেশে সরকার সহযোগীতা করে। গতকালও এক বৃদ্ধাকে রাস্তায় শুয়ে থাকতে দেখেছি কারন তার টাকা নেই
332911
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:৪৯
আবু জারীর লিখেছেন : এরা এমন জীবন ব্যবস্থা বেছে নিয়েছে ,যেখানে এরকমই হবে এদের দুনিয়ার জীবন।

আর পরকালের জীবন হবে আরো ভয়াবহ।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:২৩
275247
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ব্রাদার , সত্য বলেছেনHappy
332990
০১ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
আফরা লিখেছেন : ঘটনা কিছুই বুঝলাম না সে যদি এখনো কাজ করে তাহলে তো উনার বয়স ৬৫ এর উপর না ।ইউরোপ আমেরিকার মানুষ এই বয়সে বৃদ্ধ হয় না পন্ডিত ।
০১ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
275248
দ্য স্লেভ লিখেছেন : পন্ডিত বলেছে যে তার দুটো সার্জারী হয়েছে। অনেকে আছে যারা শারিরীক সমস্যার কারনে সমস্যাগ্রস্ত হয়। আর ৬৫ হল অবসর নেওয়ার আইনী বয়স। এরপর সে যদি ইচ্ছা করে এবং কোম্পানী যদি প্রয়োজন মনে করে তাহলে কাজ করতে পারে। আমি ৯২ বছরের এক বুড়িকে দেখেছিলাম যে বেশ শক্ত। একজন পাইলটকে চিনি যিনি ৯০ এর কাছাকাছি কিন্তু বলিষ্ঠ.....Happy Happy Happy Happy
১০
334486
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
এবেলা ওবেলা লিখেছেন : আপনি যে পরউপকারি -- জেনে ভাল লাগল -- তাই আপনার জন্য আমার উপহার ---

০৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৬
276560
এবেলা ওবেলা লিখেছেন :
০৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:২১
276662
দ্য স্লেভ লিখেছেন : হাহাহা...এটা আমার প্রিয় গান Happy
১১
335184
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৭
উদাস পথিক লিখেছেন : ভালো লাগলো
১২
335234
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৮
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File