বজরঙ্গি ভাইজান সিনেমা ও সাহিদা নিয়ে কিছু কথা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ জুলাই, ২০১৫, ১০:২২:১৬ রাত



ভারত - পাকিস্থান ভাগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারতের সরকার প্রতি কর্মে প্রমান করেছে তারা পাকিস্থানিদের বেলায় অনেক দুর্বল। আন্তর্জাতিক পলিসি সিস্টেমে চিন্তা করলে দেখা যায় দুর্বল হওয়ার প্রধান কারণ পাকিস্থানের সাহস ও অস্ত্রের ক্ষমতা। ভারত একটি বিশাল দেশ যেখানে হিন্দি ও ইংরাজি ছাড়া প্রায় ২১ টি ভাষা ব্যবহার হয় এছাড়া আরো অনেক ভাষা রয়েছে যা বর্তমানে ব্যবহার হচ্ছে না। সম্ভবত ২০১২ সালে একজন ভারতের মহিলা মৃত্যুবরণ করেন যে কিনা প্রায় ১০০ টি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারতেন। তার মানে ভারত একটি বিশাল বড় রাষ্ট। কাশ্মীর থেকে শুরু করে আসাম পর্যন্ত অনেক এলাকা তারা আলাদা রাষ্টের জন্য প্রকাশ্যে কিংবা গোপনে কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় পাকিস্থানের সাহস ও অস্ত্রের কাছে ভারত সরকার পঙ্গু বা একেবারেই দুর্বল।

ভারতের সবসময় একটি ভয় কাজ করে নিজদের মধ্যকার সমস্যাকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতকে চুরমার করে দেবে। আমি জানিনা পাকিস্তান সেটা চায় কি না। তবে ভারত যে ইটা মনে করে তা বিশ্ববাসী জানে। ভারত সরকার তাদের সকল কৌশল ব্যবহার করে পাকিস্থানের কাছ থেকে রক্ষার চেষ্টা করে।

ভারত সরকার সরাসরি কৌশলীর বাহিরে ক্রিকেটের মাধ্যমে ও পাকিস্তানিদের তেল মারার কাজ করে। ভারতের সবচেয়ে বড় বানিজ্য ফিল্ম বানিজ্যের মাধ্যমে ও ভালো তেল মেরে যাচ্ছে। সম্প্রতি বজরঙ্গি ভাইজান নামের একটি সিনেমাতে আচ্ছা করে তেল মেরেছে পাকিস্তানকে।

বজরঙ্গি ভাইজান সিনেমায় সাহিদা নামের মূল চরিত্র একটা কাল্পনিক যা দেখে সবাই বুঝবে এটা সত্য হওয়ার নয়। কিন্তু আমাদের ফেলানি একটি সত্য চরিত্র। ফেলানি খুন হয়েছে ভারতের সীমান্ত রক্ষীদের হাতে। ভারতের মানবাধিকার কিংবা ফিল্ম ডিপার্টমেন্টে যদি এত মানব প্রেম তাহলে সত্য কাহিনী নিয়ে কেন ফিল্ম তৈরী করে না ?কেন কাটাতারে ঝুলন্ত বাংলাদেশীদের একটি জীবন নিয়ে ফিল্ম তৈরী করে না ? বছরের পর বছর হাজারে হাজার লাশ করে দেওয়া হচ্ছে জীবন্ত বাংলাদেশীদের ভারতের সীমান্ত রক্ষী খুনিদের দিয়ে এসব ওদের চোখে পরে না।

আসল খবর বিশ্ববাসী জানে তেল মারার লক্ষেই এসব মায়াকান্না। পাকিস্থানের গোলাবারুদের ভয়ে তোমারা ফিল্ম তৈরী করতে পার। কিন্তু তোমাদের বাহিনী দ্বারা আমাদের দেশের জনগণকে খুন করা হচ্ছে এসব নিয়ে কিছু বল না। বিশ্ব জানে "শক্তের ভক্ত নরমের যম "হলো ভারত।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332754
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২৬
রক্তলাল লিখেছেন : খামাখাই চেতাচ্ছেন কেন? আঞ্চলিক সম্পৃতি সবার কাম্য, অন্তত আমার।

আশা করি দঃ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্য বাড়বে তবে সবার সার্বভৌমত্বের প্রতি যথার্থ সন্মান দেখিয়ে। এতে অবশ্য ভারতের দায়িত্ব বেশী।
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২৮
274982
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক বলার চেষ্টা মাত্র অন্য কিছু নয়
332761
৩০ জুলাই ২০১৫ রাত ১০:৪৯
নাবিক লিখেছেন : আমিতো শোনেছি এই সিনেমায় পাকিস্তানকে অনেক হেয় করা হয়েছে, সেই কারণে পাকিস্তানে মুভিটার প্রচার বন্ধের দাবি উঠেছে।
২দিন আগে মুভিটা লোড দিয়েছে, সময়ের অভাবে এখনো দেখতে পারিনি। মুভিটা দেখে আবার এসে মন্তব্য দিয়ে যাবো।
৩১ জুলাই ২০১৫ রাত ১০:০৮
275127
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপেক্ষায় আছি
০১ আগস্ট ২০১৫ সকাল ০৭:৪৯
275174
নাবিক লিখেছেন : মুভি দেইখা তো মনে হলোনা, ভারত পাকিস্তানকে তৈল-মর্দন করেছে। বরং পাকিস্তানের তুলনায় ভারতীয়রা বেশী আবেগী, সহজ-সরল, সাচ্চা ঈমানদার! সত্যবাদী মানুষ এমনটাই বুঝানো হয়েছে। Rolling on the Floor
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
275235
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তেল এভাবেই মারা হয়েছে। পাকিস্থানিদের বেলায় ভারত উদার মনা এটাই দেখানো ওদের মূল লক্ষ্য ছিল।
332764
৩০ জুলাই ২০১৫ রাত ১০:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সত্য তবে এটা তারা কোন দুঃখে করবে সেটা বলেন। ভারতের একটা বিষয় দেখছি তাদের দেশপ্রেমটা অন্তত আমাদের থেকে বেশী।
৩১ জুলাই ২০১৫ রাত ১০:০৯
275128
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত ওরা দেশের জন্য পাকিস্থানের পা চাটে
332766
৩০ জুলাই ২০১৫ রাত ১০:৫৮
আহমেদ ফিরোজ লিখেছেন : ফেলানীকে নিয়ে বাংলাদেশের কেউ ছবি বানাতে পারেনা? ভারতীয়দের কাছে আশা করেন কেন? ভারতের দালালী করতে গিয়ে তাদের মনক্ষুন্ন হয় এমন সিনেমা বানাচ্ছেনা, সেটাও বলেন!
৩১ জুলাই ২০১৫ রাত ১০:০৯
275129
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি সঠিক মন্তব্য করেছেন ভাইয়া
332781
৩১ জুলাই ২০১৫ রাত ০১:০৫
৩১ জুলাই ২০১৫ রাত ১০:০৯
275130
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
332816
৩১ জুলাই ২০১৫ রাত ০৪:২২
কাহাফ লিখেছেন :
ছবিটা নিয়ে অনেক আলোচনা চলছে!
কোন ধারণা না থাকায় চুপ থাকাই আমার জন্যে শ্রেয়!
৩১ জুলাই ২০১৫ রাত ১০:১০
275131
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
332822
৩১ জুলাই ২০১৫ সকাল ০৫:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশাল ভারত কে এক রেখেছে হিন্দুত্ববাদ,ক্রিকেট এবং বোম্বের মুভি। ভারত এর আভ্যন্তরিন সমস্যা থেকে মানুষের দৃষ্টি ফিরানর জন্যই এই ধরনের বিতর্কিত মুভি নিয়ে মিডিয়া চেচামেচি শুরু করে। সেটা প্রসংশা বা সমারোচনা যাই হোক।
৩১ জুলাই ২০১৫ রাত ১০:১০
275132
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ঠিক বলেছেন
332845
৩১ জুলাই ২০১৫ সকাল ১০:২৫
হতভাগা লিখেছেন : পাকিস্তানী মাওলানাকে (ওমপুরী) দিয়ে বজরঙ্গীরদের সম্ভাসনের মত সম্ভাসন করানোটাকে ভাল লাগে নি
৩১ জুলাই ২০১৫ রাত ১০:২১
275138
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটা ছিল মূলত সিব সেনাদের কন্ট্রোলের একটা সর্ট
332853
৩১ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মন্তব্যে শুধু এইটুকু বলবো...

স্বাধীনতার চল্লিশ বছর গেলো
এখনো পরাধীনতা গেলোনা
একি শুধু কাগুজে স্বাধীনতা
নাকি স্বাধীনতার প্রহসন
স্বাধীন অভিমত নিষেধ
প্রতিবাদী জনগন দেশদ্রোহী
চারিদিকে না পাওয়ার হাহাকার
গদিতে তৃপ্তির তৈলাক্ত হাসি!

স্বাধীনতা আজ শহীদ মিনারে
লাল সবুজ পতাকার ঘুড়ি
তার নিচে চেতনার বাহাদুরি
সীমান্ত দেয়ালে রক্তের ধারা
নিষ্পাপ দেহের নিথর স্তুপ
প্রতিবাদ করলে অকৃতজ্ঞ জাতী
বন্ধুত্বের দক্ষিনায় জীবন দান
ক্ষমতার লাগি স্বার্থ জলাঞ্জলী!

দাম্ভিক মুখে তৃপ্তির ঢেকুর
যেন বিশ্ব-জয়ের বাহাদুরি।
চল্লিশ বছর গেল-অধিকার এলোনা
স্বাধীন হলো-পরাধীনতা গেলোনা
চল্লিশ বছর গেল-এখনো স্বাধীনতা এলোনা..

ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
৩১ জুলাই ২০১৫ রাত ১০:২২
275139
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে এরকম প্রতিবাদী মন্তব্যের জন্য মোবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File