অনেকদিন পর!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ জুলাই, ২০১৫, ০৯:১৮:১৩ রাত
অনেক অনেকদিন পরে
ফিরলাম নিজ ঘরে!
মনটাতে আনন্দের
জোয়ারে গেছে ভরে!
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! কেমন আছেন ব্লগার ভাইয়া আপুরা সবাই? অনেকদিন ব্লগিং করতে পারিনা! রমাদ্বান মাসের মূল্যায়ন, সময়ের সল্পতা আর সাংসারিক ব্যস্ততায় আমার নিজ বাড়ী থেকে অনেকদিন দুরে ছিলাম! দুরে ছিলাম আপনাদের থেকেও! তবে খুবই মিস করেছি আমার প্রিয় ব্লগের ব্লগারদের! মাঝে মাঝে রাতের বেলায় দু'চোখের পাতায় এঁকেছি প্রিয় প্রিয় ব্লগার ভাইয়া ও আপুদের ছবি! যদিও কাউকেই দেখা হয়নি সরে জমিনে! তারপরও এঁকেছি আমার মনের রঙে! মিস করেছি সবার লেখা প্রতিক্ষনে! মনের মনিকোঠায় সবাই ছিলো উপস্থিত! হৃদয়ের চোখে দেখতাম সবাইকে! মসজিদে নব্বীতে গেলেই প্রায় সময় টুডে ব্লগের প্রতিচ্ছবি ভেসে উঠতো মনের পাতায়, মাঝে মাঝে অনেকের নামটা ও মনে পড়তো! তখন প্রাণ ভরে দোয়া করতাম এই ব্লগের জন্যে, এই ব্লগের ব্লগারদের জন্যে! বিশেষ দোয়া করেছি এভাবে যে, হে আল্লাহ এই পৃথিবীতে তো আমরা সবাই সবার নজরের বাহিরে! তোমার হুকুমের বিধানে আবদ্ধ তাই ওপারের জীবনে আমাদেরকে জান্নাতের বাসিন্দা করো আর সকলকে সকলের প্রতিবেশী বানিয়ে দিও!
বিশেষ যাদের কথা বেশী মনে পড়তো; সন্ধ্যাতারা আপুনি, সাদিয়া মুকীম আপুনি, নুরআয়েশা আপুনি, আফরাপি, ফাতেমা মারিয়ামপি, ভাইয়াদের মধ্যেও অনেককেই মনে পড়তো, সম্মানিত ভাইয়ারা হলেন, গাজী সালাউদ্দীন ভাইয়া, দ্য স্লেভ, সালাম আজাদী ভাইয়া, আবু যায়দান, ছালছাবিল, লজিকাল ভাইছা, দিল মোহাম্মদ মামুন ভাইয়া, আশাবাদী যুবক, এ,এস,ওসমান, আহসান সাদী, egypt12, ডক্টর সালেহ প্রবাসী মজুমদার ভাইয়া, আবু জারীর ভাইয়া, কাহাফ ভাইয়া, অসহায় মুসাফির ভাইয়া, আবু জান্নাত ভাইয়া, সূর্যের পাশে হারিকেন ভাইয়া, আব্দুল মান্নান মুন্সী ভাইয়া, আবু সাইফ ভাইয়া, প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাইয়া ও লোকমান ভাইয়া, আরো অনেককেই মনে পড়তো আর যখনই মনে পড়তো তখনই সবার জন্য দোয়া করতাম! আর যাদের নাম উল্লেখ করতে পারিনি তারাও দোয়ার বরকত পাবেন ইনশা-আল্লাহ! আর বিশেষ ভাবে দোয়া করেছি এই ব্লগের সম্পদক মন্ডলীর জন্য!
মহান আল্লাহ উনাদের সবাইকে সহ উনাদের পরিবারের সবাইকে সব সময় নিরাপদে রাখুন! উনাদের সকলের নেক হায়াতের দোয়া করেছি যেন উনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ব্লগের মধ্য দিয়ে ব্লগিং করে দ্বীনের দাওয়াত পৌছিয়ে দেয়া যায় মানুষের অন্তরে অন্তরে! মহান আল্লাহ সকলের সকল গুনাহ ক্ষমা করে, আমাদের সকলের প্রতি সন্তুষ্টি হোন ও সকলকে দুনিয়াতে ঈমান আমলের সাথে রাখুন আর আখেরাতে আদম (আঃ) এর সকল সন্তানকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন! কি সব হাবি-জাবি লিখেছি নিজেও জানিনা! হয়তো পড়ে কেউ কেউ বিরক্ত হবেন! তবে অনুরোধ আপনাদের দোয়ায় ভুলবেন না আমাকে! ভালো থাকুন সবাই সব সময়!
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবছিলাম পোস্ট দেব আপনার নামে....!!
আশাকরি দুয়া থেকে বঞ্চিত হইনি আমি।
Ameen
সন্ধ্যাতারা আপুনি, সাদিয়া মুকীম আপুনি, নুরআয়েশা আপুনি, আফরাপি, ফাতেমা মারিয়ামপি,সত্যলিখন। এই আপুদের মধ্যে একজনই লেখেন। বাকীদের দেখা নেই।
শ্রদ্ধেয়া আপুজ্বী! পবিত্র রমজান কে যথাযথ পালন করার জন্যে ব্লগ থেকে কিছুটা দুরে থাকলেও আমাদের দুয়ায় আপনারা সব সময়ই ছিলেন!
নাখান্দা আমাদের শামিল রেখেছেন প্রার্থনায় এটাই কাফ্যি ! আল্লাহ অবশ্যই এর ভাল প্রতিদান দিবেন আপনাকে!
জাযাকুমুল্লাহু খাইরান!
আমি ভালো হোয়ে যাবো ভাবছি এততততত ভাবি দুষ্টুমি কোরবো না তার পরেও
মন্তব্য করতে লগইন করুন