Rose Rose অনেকদিন পর! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ জুলাই, ২০১৫, ০৯:১৮:১৩ রাত

অনেক অনেকদিন পরে

ফিরলাম নিজ ঘরে!

মনটাতে আনন্দের

জোয়ারে গেছে ভরে!

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! কেমন আছেন ব্লগার ভাইয়া আপুরা সবাই? অনেকদিন ব্লগিং করতে পারিনা! রমাদ্বান মাসের মূল্যায়ন, সময়ের সল্পতা আর সাংসারিক ব্যস্ততায় আমার নিজ বাড়ী থেকে অনেকদিন দুরে ছিলাম! দুরে ছিলাম আপনাদের থেকেও! তবে খুবই মিস করেছি আমার প্রিয় ব্লগের ব্লগারদের! মাঝে মাঝে রাতের বেলায় দু'চোখের পাতায় এঁকেছি প্রিয় প্রিয় ব্লগার ভাইয়া ও আপুদের ছবি! যদিও কাউকেই দেখা হয়নি সরে জমিনে! তারপরও এঁকেছি আমার মনের রঙে! মিস করেছি সবার লেখা প্রতিক্ষনে! মনের মনিকোঠায় সবাই ছিলো উপস্থিত! হৃদয়ের চোখে দেখতাম সবাইকে! মসজিদে নব্বীতে গেলেই প্রায় সময় টুডে ব্লগের প্রতিচ্ছবি ভেসে উঠতো মনের পাতায়, মাঝে মাঝে অনেকের নামটা ও মনে পড়তো! তখন প্রাণ ভরে দোয়া করতাম এই ব্লগের জন্যে, এই ব্লগের ব্লগারদের জন্যে! বিশেষ দোয়া করেছি এভাবে যে, হে আল্লাহ এই পৃথিবীতে তো আমরা সবাই সবার নজরের বাহিরে! তোমার হুকুমের বিধানে আবদ্ধ তাই ওপারের জীবনে আমাদেরকে জান্নাতের বাসিন্দা করো আর সকলকে সকলের প্রতিবেশী বানিয়ে দিও!

বিশেষ যাদের কথা বেশী মনে পড়তো; সন্ধ্যাতারা আপুনি, সাদিয়া মুকীম আপুনি, নুরআয়েশা আপুনি, আফরাপি, ফাতেমা মারিয়ামপি, ভাইয়াদের মধ্যেও অনেককেই মনে পড়তো, সম্মানিত ভাইয়ারা হলেন, গাজী সালাউদ্দীন ভাইয়া, দ্য স্লেভ, সালাম আজাদী ভাইয়া, আবু যায়দান, ছালছাবিল, লজিকাল ভাইছা, দিল মোহাম্মদ মামুন ভাইয়া, আশাবাদী যুবক, এ,এস,ওসমান, আহসান সাদী, egypt12, ডক্টর সালেহ প্রবাসী মজুমদার ভাইয়া, আবু জারীর ভাইয়া, কাহাফ ভাইয়া, অসহায় মুসাফির ভাইয়া, আবু জান্নাত ভাইয়া, সূর্যের পাশে হারিকেন ভাইয়া, আব্দুল মান্নান মুন্সী ভাইয়া, আবু সাইফ ভাইয়া, প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাইয়া ও লোকমান ভাইয়া, আরো অনেককেই মনে পড়তো আর যখনই মনে পড়তো তখনই সবার জন্য দোয়া করতাম! আর যাদের নাম উল্লেখ করতে পারিনি তারাও দোয়ার বরকত পাবেন ইনশা-আল্লাহ! আর বিশেষ ভাবে দোয়া করেছি এই ব্লগের সম্পদক মন্ডলীর জন্য!

মহান আল্লাহ উনাদের সবাইকে সহ উনাদের পরিবারের সবাইকে সব সময় নিরাপদে রাখুন! উনাদের সকলের নেক হায়াতের দোয়া করেছি যেন উনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ব্লগের মধ্য দিয়ে ব্লগিং করে দ্বীনের দাওয়াত পৌছিয়ে দেয়া যায় মানুষের অন্তরে অন্তরে! মহান আল্লাহ সকলের সকল গুনাহ ক্ষমা করে, আমাদের সকলের প্রতি সন্তুষ্টি হোন ও সকলকে দুনিয়াতে ঈমান আমলের সাথে রাখুন আর আখেরাতে আদম (আঃ) এর সকল সন্তানকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন! কি সব হাবি-জাবি লিখেছি নিজেও জানিনা! হয়তো পড়ে কেউ কেউ বিরক্ত হবেন! তবে অনুরোধ আপনাদের দোয়ায় ভুলবেন না আমাকে! ভালো থাকুন সবাই সব সময়!

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332742
৩০ জুলাই ২০১৫ রাত ০৯:২৫
আবু জারীর লিখেছেন : এত সুন্দর লেখাটা হাবিজাবি হতে পারেনা। সবার পক্ষ্য থেকে আপনার এবং পরিবারের সকলের জন্য আন্তরিক দুয়া ও মোবারকবাদ রইল।
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৪৪
275383
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আবু জারীর ভাইয়া আপনার মনটা পবিত্র ও সুন্দর তাই খুবই সুন্দর মন্তব্য করেছেন! আপনার দোয়ার সাথে আমিন! আপনার ও আপনার পরিবারের জন্যও অনুরুপ দোয়া রইলো!
332744
৩০ জুলাই ২০১৫ রাত ০৯:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম! মিস করেছি আপনাকে...!

ভাবছিলাম পোস্ট দেব আপনার নামে....!!
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৪৭
275386
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া ও ভাবী আপনাদের উভয়ের মনটা পবিত্র ও সুন্দর তাই খুবই সুন্দর মন্তব্য করেছেন! আপনাদের মিস করা আমাকে অনেক অনেক অনুপ্রাণীত করেছে! আপনার ও আপনার পরিবারের জন্যও কল্যাণের দোয়া রইলো!
332746
৩০ জুলাই ২০১৫ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম।
আশাকরি দুয়া থেকে বঞ্চিত হইনি আমি।
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৪৯
275387
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ইনশা-আল্লাহ! আল্লাহর ইচ্ছায় আপনিও দোয়ায় শামীল ছিলেন! আল্লাহ কবুল করুন!
332747
৩০ জুলাই ২০১৫ রাত ০৯:৪৮
জোনাকি লিখেছেন : "হে আল্লাহ এই পৃথিবীতে তো আমরা সবাই সবার নজরের বাহিরে! তোমার হুকুমের বিধানে আবদ্ধ তাই ওপারের জীবনে আমাদেরকে জান্নাতের বাসিন্দা করো আর সকলকে সকলের প্রতিবেশী বানিয়ে দিও!"
Ameen
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৪৯
275389
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার দোয়ার পরে আবারো আমিন!
332750
৩০ জুলাই ২০১৫ রাত ১০:১৬
নাবিক লিখেছেন : ব্লগে ফিরে আসায় মোবারকবাদ
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৫০
275390
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! দোয়া করবেন যেন নিয়মিত হতে পারি!
332755
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২৯
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার লেখা, আপু খুব কম লেখেন ব্লগে।
সন্ধ্যাতারা আপুনি, সাদিয়া মুকীম আপুনি, নুরআয়েশা আপুনি, আফরাপি, ফাতেমা মারিয়ামপি,সত্যলিখন। এই আপুদের মধ্যে একজনই লেখেন। বাকীদের দেখা নেই।
৩১ জুলাই ২০১৫ সকাল ১১:০৪
275056
ঝিঙেফুল লিখেছেন : সেই একজন কে?
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৫৩
275392
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার মূল্যবান মন্তব্য আমার আগামি দিনের পাথেয়, সাথে রাখলাম! ইনশা-আল্লাহ আবারো সকল আপিদের আগমণ ঘটবে ব্লগে! ব্লগ তখন ফুল হয়ে সুরভী ছড়াবে!
332767
৩০ জুলাই ২০১৫ রাত ১১:০০
দ্য স্লেভ লিখেছেন : আপনি যা লিখেছেন তা আপনার সুন্দর মনের আকুতি। আল্লাহ অন্তর জানেন। তিনি যেন আপনার দোয়াসমূহ কবুল করেন। পুটির মায়ের সাথে জান্নাতে যেন আপনার প্রতিবেশী হতে পারি। আর আপনি উত্তম চরিত্রের মানুষ,তাই এত সুন্দর করে লিখলেন। জাজাকাল্লাহ
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৫৫
275393
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া সুন্দর মনের মানুষেরা সবার প্রতি সুন্দর ধারণা রাখে আপনিও তাই! ইনশা-আল্লাহ আল্লাহ যেন তাই করেন! তা আপনার পুঁটির মা কবে আসছে??????
০৪ আগস্ট ২০১৫ সকাল ১১:৪১
275616
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ চাহে তো আগামী বছরHappy Happy
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৬
275645
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! তা এত দেরি কেন?
০৪ আগস্ট ২০১৫ রাত ০৯:১৬
275819
দ্য স্লেভ লিখেছেন : দেরী এই কারনে যে আমার কিছু কাজ বাকী আছে। আমি খানিকটা ঋনগ্রস্তও আছি। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। মোটামুটি বলা যায় যা চেয়েছি তাই পেয়েছি। আমার বিশ্বাস আল্লাহ উত্তম একজনকে দান করবেনHappy
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:০২
276173
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! মহান আল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরন করুন ও একজন উত্তম জীবন সাথির ব্যবস্থা করে দিন! আমিন!
332783
৩১ জুলাই ২০১৫ রাত ০১:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের বুঝি মনে পড়েনি।হা হা হা হা।
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৫৭
275396
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া আ'মভাবে সবার জন্যই দোয়া করেছি! ইনশা-আল্লাহ আপনিও বাদ পড়েন নি! সবার নাম উল্লেখ হয়নি! তাতে কি? আল্লাহ কবুল করলেই তো হলো! ঠিক বলেছি?
332803
৩১ জুলাই ২০১৫ রাত ০২:৫০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার শূণ্যতা ক্ষণে ক্ষণে অনুভব করেছি..আবারও স্বাগতম..
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৫৮
275399
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! দোয়া করবেন যেন আবারো নিয়মিত হতে পারি!
১০
332819
৩১ জুলাই ২০১৫ রাত ০৪:২৮
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ......
শ্রদ্ধেয়া আপুজ্বী! পবিত্র রমজান কে যথাযথ পালন করার জন্যে ব্লগ থেকে কিছুটা দুরে থাকলেও আমাদের দুয়ায় আপনারা সব সময়ই ছিলেন!
নাখান্দা আমাদের শামিল রেখেছেন প্রার্থনায় এটাই কাফ্যি ! আল্লাহ অবশ্যই এর ভাল প্রতিদান দিবেন আপনাকে!
জাযাকুমুল্লাহু খাইরান!
০৩ আগস্ট ২০১৫ রাত ০১:৫৮
275401
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার ও আপনার পরিবারের জন্য কল্যাণের দোয়া রইলো!
১১
332852
৩১ জুলাই ২০১৫ সকাল ১১:০৬
ঝিঙেফুল লিখেছেন : আমার কথা বুঝি মনে ছিলনা? Sad
৩১ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৫
275082
ছালসাবিল লিখেছেন : Who are you!! Surprised Tongue i don't know!! Tongue Smug Tongue
০৩ আগস্ট ২০১৫ রাত ০২:০০
275402
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সবার কথাই মনে ছিলো, তবে সবার নাম উল্লেখ করতে পারিনি এজন্য দুঃখীত!
১২
332868
৩১ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৪
ছালসাবিল লিখেছেন : আসসালামু আলাইকুম আপপপপি Love Struck দুষ্টু ছালসাবিল হাজির Love Struck আমার জন্য মসজিদে নবীবেতে Praying দুআ কোরেছেন এজন্য আমি কৃতজ্ঞ Love Struck আমার জন্য যা যা দুআ কোরেছেন সবদুআ আমিও আপনার জন্য করলাম আপপপি Love Struck Love Struck

আমি Hot ভালো হোয়ে যাবো Give Up ভাবছি Nail Biting এততততত ভাবি দুষ্টুমি কোরবো না At Wits' End তার পরেও At Wits' End It Wasn't Me!
০৩ আগস্ট ২০১৫ রাত ০২:০৩
275405
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট ভাইয়া! আপনার ছোট্ট ভাইটার দোয়ার সাথে! মহান আল্লাহ আমার এই ভাইটিকে ভালো হতে সহায়তা করুন! আর ছোটরা তো একটু দুষ্টোমি করেই তাতে কি? ছোটদের দুষ্টোমিও অনেক সময় বড়দের আনন্দের খোরাক হয়! আল্লাহ সর্বদাই ভাইটির কল্যাণ করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File