ছায়াদীঘি
লিখেছেন লিখেছেন জোনাকি ১৬ জুলাই, ২০১৫, ০৭:৫৩:২১ সন্ধ্যা
আবার একি পুরান জ্বালা!
পরেছে সে ছায়ার মালা।
বাজু,বিছা,ঝুমকো,বালা।
একি বিষম যাত্রাপালা!
পাখির সুরের নাড়ু মোয়া।
চাঁপার সুবাস কোয়াকোয়া
ঢেউয়ের ডগায় নাচছে এমন
ময়ূরপঙ্খী নাওটা যেমন।
চিনিচম্পা হাওয়ার কাদি,
নাওয়ের পালে গাদিগাদি-
দুলছে, খুলে খাচ্ছে এ মন।
আহ, এ যেন স্বর্গভ্রমণ!
আহ, এ যেন তাঁকে দেখা।
তাঁর পরশে পদ্যলেখা,
সালসাবিলের ধারে বসে
চিরসুখের অশেষ জোসে।
ক্যামনে এখন আমি রাঁধি?
আলু,পটল,পিঁয়াজ সাধি।
ছায়াদীঘি মনচোরা
তোর রূপে ভেসে
কাটলো এ ভোর।
বিষয়: সাহিত্য
১৫৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে সত্যই সে আসুক, তারপর না হয় লিখবো।
মন্তব্য করতে লগইন করুন