শুরু হইছে ঘষাঘষি/ মাজামাজি আর ডলাডলি... (ভ্রাতারা হাত তুলেন...হিহিহি)
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৬ জুলাই, ২০১৫, ০৭:৪৭:০৮ সন্ধ্যা
> বলছিলাম আসলে পার্লারের কথা! দু’দিন পরেই ঈদ! এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে মেয়েদের মুখ/হাত/ পা /মাথা ঘষাঘষি/ মাজামাজি ... আর স্পার ম্যাসেজটারে আমি ডলাডলি বলি...! এরপর তো ঈদের দিন হবে চুন-কাম আর প্লাস্টার...! মেয়েরা ময়দা সুন্দরী, চুন-কাম প্লাস্টার করে, ঘষাঘষি, মাজামাজি, ডলাডলি করে চেহারা সাজায় এই নিয়ে ছেলেদের টিটকারীর শেষ নেই! আমিও অস্বীকার করবো না যে মেয়েরা তা করে না... পার্লারগুলিতে উপচে পড়া ভিড় আর চোখের সামনে চুনকাম/ প্লাস্টার করা মেয়ে অহরহ দেখি কিন্তু প্রসঙ্গ আজ ভিন্ন-
> ভ্রাতারা, জেন্টস পার্লারগুলিতে এত ভিড় কেন বলেন তো? মানলাম ছেলেরা চুনকাম/ প্লাস্টার কম-ই করে কিন্তু ঘষাঘষি আর মাজামাজি/ ডলাডলি করতে তো অনেক ছেলে/ বুইড়ারাও ঠিক-ই পার্লারে যায়... সেইটার বেলায় কি বলবেন? কই দেখি না তো কোন মেয়ে এই নিয়ে টিটকারী করে...হু?
>>এইবার বলেন দেখি ভ্রাতারা কে কে ঈদের আগে লাইন দিয়েছেন পার্লারে...হিহিহি? হাত তুলেন? না কি বাসাতেই বোন/ বউ এর ম্যাসেজ ক্রিম, ফেসিয়াল ক্রিম, ফেস ওয়াশ নিয়ে চুপিচুপি ওয়াশ রুমে ঘষাঘষি/ মাজামাজি করছেন হু...?
বিষয়: বিবিধ
১৭৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি যাই নাই এবং কাউকে যাইতে ও দিই নাই।
মন্তব্য করতে লগইন করুন