শুরু হইছে ঘষাঘষি/ মাজামাজি আর ডলাডলি... (ভ্রাতারা হাত তুলেন...হিহিহি)

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৬ জুলাই, ২০১৫, ০৭:৪৭:০৮ সন্ধ্যা

> বলছিলাম আসলে পার্লারের কথা! দু’দিন পরেই ঈদ! এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে মেয়েদের মুখ/হাত/ পা /মাথা ঘষাঘষি/ মাজামাজি ... আর স্পার ম্যাসেজটারে আমি ডলাডলি বলি...! এরপর তো ঈদের দিন হবে চুন-কাম আর প্লাস্টার...! মেয়েরা ময়দা সুন্দরী, চুন-কাম প্লাস্টার করে, ঘষাঘষি, মাজামাজি, ডলাডলি করে চেহারা সাজায় এই নিয়ে ছেলেদের টিটকারীর শেষ নেই! আমিও অস্বীকার করবো না যে মেয়েরা তা করে না... পার্লারগুলিতে উপচে পড়া ভিড় আর চোখের সামনে চুনকাম/ প্লাস্টার করা মেয়ে অহরহ দেখি কিন্তু প্রসঙ্গ আজ ভিন্ন-

> ভ্রাতারা, জেন্টস পার্লারগুলিতে এত ভিড় কেন বলেন তো? মানলাম ছেলেরা চুনকাম/ প্লাস্টার কম-ই করে কিন্তু ঘষাঘষি আর মাজামাজি/ ডলাডলি করতে তো অনেক ছেলে/ বুইড়ারাও ঠিক-ই পার্লারে যায়... সেইটার বেলায় কি বলবেন? কই দেখি না তো কোন মেয়ে এই নিয়ে টিটকারী করে...হু?

>>এইবার বলেন দেখি ভ্রাতারা কে কে ঈদের আগে লাইন দিয়েছেন পার্লারে...হিহিহি? হাত তুলেন? না কি বাসাতেই বোন/ বউ এর ম্যাসেজ ক্রিম, ফেসিয়াল ক্রিম, ফেস ওয়াশ নিয়ে চুপিচুপি ওয়াশ রুমে ঘষাঘষি/ মাজামাজি করছেন হু...?

বিষয়: বিবিধ

১৭৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330273
১৬ জুলাই ২০১৫ রাত ১০:০৬
রক্তলাল লিখেছেন : রোমানা পেইন্ট মেখে নিলেইত হয় Happy
330278
১৬ জুলাই ২০১৫ রাত ১০:২৭
আবু জান্নাত লিখেছেন : প্রয়োজন মত ব্যক্তি জীবনে পরিপাঠি ইসলাম অনুমোদন করে, বাড়াবাড়ি বা অতিরঞ্জিত কাম্য নয়, হোক সে ছেলে কিংবা মেয়ে।
330289
১৬ জুলাই ২০১৫ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেশি সাদা হইতে চাইলে মুখে সোডা দিয়ে লেবুর রস লাগান!!!
আমি যাই নাই এবং কাউকে যাইতে ও দিই নাই।
330329
১৭ জুলাই ২০১৫ রাত ০৩:০৬
দ্য স্লেভ লিখেছেন : আমি বলি কি- সিরিষ কাগজ দিয়ে ঘসে বার্জার পেইন্ট দিলেই হয়.....Happy
330355
১৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৩৩
হতভাগা লিখেছেন : যেটা করে সেটা নিজের কামাই করা পয়সা দিয়ে করে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File