আমার সাজসজ্জা
লিখেছেন লিখেছেন জোনাকি ২৪ জুন, ২০১৫, ১০:৩৪:১১ সকাল
আমার সাজসজ্জা।
স্নো,পাউডার, লিপস্টিক না। বলো, কি তা?
হ্যাঁ, রোজা।
মন উড়ান, দুঃখ ঘুরান।
দুশ্চিন্তা ফুরান। হাসি অফুরান।
এক বিরল, বাৎসরিক ফুল,
উর্বর হৃদয়ে তা ফোঁটে পরিচর্যায়,
পূর্ণতায়...
আশার পাখি গেয়ে ওঠে শূন্যতায়।
সুগন্ধি ছড়ায় রক্ত কণায়,
মন অন্তরায়
পাড়ায় পাড়ায়, তারায় তারায়।
সিদ্রাতুল মুন্তাহা ছাড়ায়।
রোগপ্রতিরোধক, বলকারক।
মুখের ত্বক টানটান-কারক।
ঘুমবর্ধক।
স্রষ্টার চুমকারক।
সম্রদান কারক।
ক্ষুধা, তৃষ্ণা, লোভ, ক্ষোভ নিয়ন্ত্রক।
আবেগ প্রশমক, প্রজ্ঞা প্রজ্জলক।
আরোশছোঁয়া সাফল্যের সিঁড়ি।
এন্ড ইটস ফ্রি!
ইয়েস, ইটস সিয়াম; ইয়াম!ইয়াম!
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেহারা আগের সেপে ফিরিয়ে আনতে তখন কানিজ আলমাস আর ফারজানা শাকিলকে এক সাথে নামতে হবে আপনার জন্য।
ঝিঙেফুল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
হাতুড়ি দেখালেই সবাই লাইনে থাকে! তাই কিছু দিন পর পর দেখাতে হয়। @মডুভাই.....
মন্তব্য করতে লগইন করুন