বিদআত থেকে সাবধান !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৪ জুন, ২০১৫, ১১:১৬:৪৩ সকাল

যে ব্যক্তি নিজে কোন বিদআত করল অথবা কোন বিদআতীকে আশ্রয় দিল, তার উপর আল্লাহতায়ালা, ফেরেশতা এবং সব মানুষের লানত পতিত হোক। তার ফরজ বা নফল কোন ইবাদতই গ্রহণযোগ্য নয়। -(বোখারি- ১: ১৫১; মুসলিম -১:১৪৪)

নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিদআতীর ওপর তওবার দ্ধার বন্ধ করে দিয়েছেন। -(মাজমাউয যাওয়াইদ-১০:১৮৯)

রাসুল (স) একদিন বললেনঃ ''তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন বিদ'আত তোমাদেরকে এমনভাবে ঘিরে নেবে যেএই বিদ'আত করতে করতে তোমাদের যুবকেরা বৃদ্ধ হবে, আর এই বিদ'আত করতে করতে ছোটরা বড় হবে এবং মানুষ এটাকে (অর্থাৎ এই সব বিদ'আত কে) সুন্নাত হিসাবে গ্রহনকরবে। আর যদি কেউএই বিদ'আত এর কিছু ত্যাগ করে, তখন তাকে বলা হবে, 'তুমি কি একটা সুন্নাত ত্যাগ করলে ?'' সাহাবীগন (রা) জিজ্ঞাসা করলেনঃ ''কখন এমনটা হবে??" তিনি (স) বললেনঃ যখন (হাকপন্থি) আলিমদের মৃত্যু হয়ে যাবে, ক্বারিদের (reciters) সংখ্যা বৃদ্ধি পাবে, দীন এর বুঝ সম্পন্নমানুষের সংখ্যা হবে খুবই অল্প, (religious)নেতা /মাতবরদের সংখ্যা বাড়বে, বিশ্বস্ত মানুষহবে খুবই কম, দীনএর কাজের মধ্যে মানুষ দুনিয়ার লাভ খুঁজবে,এবং দীনী 'ইলম বাদ দিয়ে বাকি অন্যান্য জ্ঞান অন্বেষণ করা হবে'' [সুনান আদ-দারেমি (১/৬৪), দুটি ভিন্ন সনদে, প্রথমটি সাহিহ এবং দ্বিতীয়টি হাসান (আলবানি), হাকিম (৪/৫১৪)]

বি:দ্র: বিদআত মানে হল আল্লাহর দ্বীনের মধ্যে নতুন রীতি নীতি সংযোজন করা। এমন কিছু আচরণ যা রসূল(সাঃ) আমাদেরকে শেখাননি বা নিজে করেননি বা অনুমতি দেননি বা মৌন সমর্থনও জানাননি। বিদআত হল এমন একটি বিষয় যা ইবাদতের মত দেখতে কিন্তু তা ইবাদত নয়। মূলত: কিছু সংখ্যক নির্বোধ কিন্তু পরহেজগার বান্দা বিআতের জন্ম দিয়েছে। তারা ভেবেছে এটা করলে হয়ত আল্লাহ খুশী হবেন। এভাবে ভালোর নিয়তে মন্দের প্রচলন হয়েছে। যা কিছু কুরআন সুন্নাহতে নেই ,ইবাদত হিসেবে তা বিবেচ্য হবেনা। কিছু বিদআতি উত্তম বিদআত ও খারাপ বিদআত বলে বিদআতের মধ্যে বিভাজন করে থাকে। কিন্তু সিরাতুল মুস্তাকিম হল সরলভাবে কুরআন এবং সুন্নাহকে নি:শর্তভাবে গ্রহন করা।

তবে প্রযুক্তি গ্রহন করা না করার সাথে বিদআতের সম্পর্ক নেই। অনেকে বলে থাকে পূর্বে উটে চড়ত মানুষ,এখন প্লেনে চড়ে। প্লেনটা নতুন সংযুক্তি বা বিদআত। এটা আসলে যুক্তি দিয়ে পরিত্যাজ্য বিষয়কে হালাল করার চেষ্টা ছাড়া কিছু নয়। রসূল(সাঃ) বিভিন্ন যুদ্ধে কাফিরদের প্রযুক্তি ব্যবহার করেছেন। এমনকি খন্দকের যুদ্ধের খন্দক খনন ছিল পারস্যের যুদ্ধ পরিকল্পনার একটি অংশ,যা হযরত সালমান ফার্সী(রাঃ)এর অভিমতে হয়েছিলো। বিদআত হল দ্বীনের মধ্যে কিছু অংশ ভালোর নিয়তে সংযুক্ত করা ও পালন করা। রসূল(সাঃ)বলেন-প্রত্যেক বিদআতই হল গোমরাহী আর গোমরাহীর পরিনাম জাহান্নাম।-বুখারী

পূর্ববর্তী কিতাবীরা বিদআত করে ধ্বংস ও অভিশপ্ত হয়েছে। অতএব আমাদেরকে ইবাদতে সাবধানতা অবলম্বন করতে হবে।

বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327294
২৪ জুন ২০১৫ সকাল ১১:৩৫
ছালসাবিল লিখেছেন : এখন পড়ি নাই Time Out Day Dreaming পড়তে যাচ্ছি Big Grin
327295
২৪ জুন ২০১৫ সকাল ১১:৩৬
ছালসাবিল লিখেছেন : জিজিজিজি ইনশাআল্লাহ বিদআত থেকে সাবধান থাকবো ভাইয়া Smug পুটির খাওয়াতো খালামুনির খবর জানতে চাই Love Struck Big Grin Day Dreaming Hot
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৩১
269613
দ্য স্লেভ লিখেছেন : পুটির খালার ২টা বাচ্চা সেদিন না বললাম !!! তবে খোজ চলছে আরও কোনো খালা টালা আছে কিনা সেটার......পাওয়া গেলে গরুর মাংস কষিয়ে রান্না করে রুটি নিয়ে আসবেন নিলগঞ্জের বটতলায়। সেখানে বাকী আলাপ হবেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৫ জুন ২০১৫ সকাল ১১:১০
269624
ছালসাবিল লিখেছেন : Surprised নিলগঞ্জের বটতলায়
Surprised এই নামের গ্রামটির কথা কখন যে শুনেছি মনে পড়ছে নাহ্ Tongue Smug ওকেওকেওকে আসবো Love Struck
পুটির খালাবলে কথা Tongue তার নাম কি? মোয়া না ট্যাংরা Tongue
327296
২৪ জুন ২০১৫ সকাল ১১:৪৯
নেহায়েৎ লিখেছেন : আরো একটি হাদীস এরকম এসেছে বিদাতীদের হাওযে কাওসারের পানি খেতে দেওয়া হবে না। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৩১
269614
দ্য স্লেভ লিখেছেন : এটা ভয়ংকর
327303
২৪ জুন ২০১৫ দুপুর ০২:৩৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বিদাত থেকে আল্লাহর কাছে পানাহ চাই,,
সমস্যা হচ্ছে বিদআত সনাক্ত করাটা অনেক কঠিন বিষয় ।
আমি উমরী ক্বাজা নামাজের বিষয়ে সুস্পষ্ট কোন দলিল না পেয়ে ওটা আদায় করা স্তগিত করেছি ।
নফল নামাজ পড়ার বিষয়ে স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে ।
আপনাকে ধন্যবাদ ।
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৩২
269615
দ্য স্লেভ লিখেছেন : আমি স্কলারদের কাছে শুনেছি অতীতের কাজা নামাজের জন্যে তওবা করলেই হবে। ওটা কাজা পড়তে হবে না।তবে ফরজ রোজার ক্ষেত্রে কাজা আদায় করতে হবে।
২৭ জুন ২০১৫ সকাল ০৯:৪৮
269862
নেহায়েৎ লিখেছেন : ফরজ সালাতের ঘাটতি নফল সালাত দ্বারা পূরণ করার হাদীস পাওয়া যায়।
327313
২৪ জুন ২০১৫ দুপুর ০২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
অনেকে তো বিদয়াত এর সঙ্গা বাড়িয়ে ইসলামি ব্যাংকিং কেও বিদয়াত বানিয়ে দিয়েছেন!! উনরাই আবার মিলাদ কে জরুরি মনে করেন।
বিদয়াত হচ্ছে ইবাদত এর ক্ষেত্রে নতুন সংযোজন। জিবনের ক্ষেত্রে নতুন কিছু নয়।
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৩৯
269616
দ্য স্লেভ লিখেছেন : যে বিষয়গুলিকে বেসিক ধরে ইসলামী ব্যাংকিং করা হয় সেখানে আলেমদের মধ্যে কিছু দ্বিমত রয়েছে। আমি নিজে ভালো বুঝিনা,তাই এ বিষয়ে বলতে পারব না। তবে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এবং আন্ত:ব্যাংকিংয়ে ইসলামী ব্যাংক সুদমুক্ত নয় । কুফর দেশের ব্যাংকের সাথে বা অ-ইসলামী ব্যাংকের সাথে লেনদেনে তাদেরকে আন্তর্জাতিক নীতি মেনে চলতে হয় এবং উক্ত ব্যাংকের নীতিকে মানতে হয়। কিছু বিষয় রয়েছে যেটাতে আমি মন্তব্য করতে পছন্দ করিনা। সেটা এ কারনে যে, মুসলিমদের পারষ্পরিক কিছু ক্ষেত্রে অমিল থাকতে পারে। বেশী সমালোচনা হলে ঐক্য নষ্ট হয়,যেটা অনেক বেশী জরুরী। কিছু ক্ষেত্রে চুপ থাকা শ্রেয়। বিদআতের সংজ্ঞার মধ্যেও কিছু বিষয় এমন আছে যখন চুপ থাকতে হয়।
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৪৫
269619
দ্য স্লেভ লিখেছেন : ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর উপর মাওলানা মওদূদী (রহঃ) এর একটা বই পড়েছিলাম। সেখানে উনি এটার বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। খুব একটা বুঝতে পারিনি কিন্তু উনি এটা সমর্থন করেননি। আমি ব্যক্তিগত ক্ষেত্রে এটার ব্যাপারে জানিনা। তবে তারা যদি বলে সুদ হচ্ছেনা,তবে বিশ্বাস করব। পাপ যদি হয় তাদের হবে।
২৫ জুন ২০১৫ দুপুর ১২:৩১
269686
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এ প্রসঙ্গে আমার একটি প্রশ্নের উত্তরে ইসলামী ব্যাংকের একজন শাখা ম্যানেজার বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাথে যে টাকার লেনদেন হয় কলমানির মাধ্যমে সেখানে যে সুদ ইসলামী ব্যাংক পায় তা তারা গ্রহণ করেনা এবং সেখানেই রেখে দেয়। পরে বেশী টাকা জমে গেলে ঐ টাকা আলাদা ভাবেই দান করে দেয়। ঐ সুদের টাকা তারা মূল টাকার সাথে মিশান না। তাদের এই যুক্তি আমার পছন্দ হয়েছিল। আসলে সত্য কথা হচ্ছে ইসলামী রাস্ট্র না হওয়ার কারণে কিছু সিমাবদ্ধতা থাকতেই পারে।
২৮ জুন ২০১৫ রাত ১১:৩১
270184
দ্য স্লেভ লিখেছেন : তাদের এই যুক্তি আমার পছন্দ হয়েছিল। আসলে সত্য কথা হচ্ছে ইসলামী রাস্ট্র না হওয়ার কারণে কিছু সিমাবদ্ধতা থাকতেই পারে।দারুন বলেছেন ,জাজাকাল্লাহ খায়রান
327319
২৪ জুন ২০১৫ দুপুর ০৩:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিদআত হচ্ছে এইডস্এর মত, আর শিরক হচ্ছে ক্যান্সার- ..আল্লাহ আমাদের বিদআত এবং শিরকমুক্ত ইবাদতের তৌফিক দিন। অতীতে যদি কোন না জেনে বিদআত-শিরক করে থাকি ক্ষমা করে দিন। আমিন..
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৪০
269617
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন ক্ষমা করেন।
327343
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আমাদের সকল বিদয়াত থেকে দূরে রাখুন৷ ধন্যবাদ৷
২৫ জুন ২০১৫ সকাল ০৯:৪১
269618
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আমাদের সকল বিদয়াত থেকে দূরে রাখুন৷
327449
২৫ জুন ২০১৫ দুপুর ০১:১৪
ঝিঙেফুল লিখেছেন : ভালো লাগলো Rose ধন্যবাদ Good Luck
২৮ জুন ২০১৫ রাত ১১:৩১
270185
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে অনৈক ধন্যবাদ জনাব কদমফুল...Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File