সকাল কার প্রেমে পড়েছে?

লিখেছেন লিখেছেন জোনাকি ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৮:৫২ রাত

সকাল সেজেছে সবুজ শাড়ীতে।

পড়েছেরে বল কার সে পিরিতে?

যেন লাজ বউ, কার প্রেম মৌ?

নীলচে আঁখিতে, জুঁই এর রাখিতে?

গোলাপ খোঁপায়?

খুশিতে ফোঁপায়

অশ্রুশিশির ছলছল করে চেরির ঝোপায়?

Bee

ইষ্টি পাখীর শীষটি ছাপা

বিষ্টি ভেজা হাওয়ায় কাঁপা

জঙ্গল পূরা অঞ্চলে উড়ে,

পাড়ে বয় ঐ ঝর্ণা বেঘোরে।

রোদের ঘোমটা

লাজের মোমটা

আহা! পড়ে গলেগলে, রূপের আগুনে জ্বলে।

Day Dreaming

কার প্রেমে ডুবে সকালের এই ঋষিরুপ বল?

তাঁর প্রেম মেগে মঙ্গা এ মন অশ্রু সজল।

বিষয়: সাহিত্য

১২৮৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304420
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৫
দ্য স্লেভ লিখেছেন : ওরের বাবা..ওরে বাপ রে বাপ !!
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২১
246233
জোনাকি লিখেছেন : কি? কি হইছে?
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
246234
দ্য স্লেভ লিখেছেন : সকাল তো দুপুরের প্রেমে পড়েছে,সকালের ১২টা বেজে গেছেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
304479
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪০
246277
সন্ধাতারা লিখেছেন : By mistake apuji. plz do not mind.
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১০
246345
জোনাকি লিখেছেন : mind korar to kichu hoyni apu. luv u <3
304480
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুজ্বি। লিখাটি পড়ে বেশ মজা পেলাম। বারাকাল্লাহু ফিক।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৯
246313
জোনাকি লিখেছেন : জাযাকাল্লাহু খাইর আপুজ্বি।
304568
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২০
ভোলার পোলা লিখেছেন : প্রথম লেখাটি প্রকাশ করেছিলাম ব্লগে( http://bit.ly/1CuNnx8 )
304639
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : দাহ! অনেক মঝা পেলাম।আপনার কবিতা পড়ে।
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪২
246597
জোনাকি লিখেছেন : অনেক ধন্যবাদ।
306243
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


কারো কারো মনের চোখ সত্যিই বড় ঈর্ষণীয়!!
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৪
247929
জোনাকি লিখেছেন : সালাম নিলাম ও দিলাম।
দোয়া করবেন যেন তা শাফল্যের কারণ হয় দুইপারে।
316637
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩০
ছালসাবিল লিখেছেন : এইযে জোনাকি পিপপপপি, Time Out আপনি কোথায় Time Out আপনাকে কতততদিনন দেখি না কেনো Time Out Broken Heart
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২২
257893
জোনাকি লিখেছেন : এই যে আসলাম।
যাক কেউ খুঁজেছে দেখে ভাল্লাগছে। অঅঅনেএএএক ধন্যবাদ। Praying Happy Angel

২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৭
257904
ছালসাবিল লিখেছেন : শুধু ধন্যবাদ দিলে কিন্তু তা গ্রহনীয় নয়। জলদি পোস্ট দিননননননন Love Struck
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:০১
258191
জোনাকি লিখেছেন : আর কটা দিন সবুর করেন রসুন বুনেছি।
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৯
258286
ছালসাবিল লিখেছেন : যাক এবার তাহলে রসুন দিয়ে আলুভর্তা কোরবো আপপপপি Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File