সকাল কার প্রেমে পড়েছে?
লিখেছেন লিখেছেন জোনাকি ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৮:৫২ রাত
সকাল সেজেছে সবুজ শাড়ীতে।
পড়েছেরে বল কার সে পিরিতে?
যেন লাজ বউ, কার প্রেম মৌ?
নীলচে আঁখিতে, জুঁই এর রাখিতে?
গোলাপ খোঁপায়?
খুশিতে ফোঁপায়
অশ্রুশিশির ছলছল করে চেরির ঝোপায়?
ইষ্টি পাখীর শীষটি ছাপা
বিষ্টি ভেজা হাওয়ায় কাঁপা
জঙ্গল পূরা অঞ্চলে উড়ে,
পাড়ে বয় ঐ ঝর্ণা বেঘোরে।
রোদের ঘোমটা
লাজের মোমটা
আহা! পড়ে গলেগলে, রূপের আগুনে জ্বলে।
কার প্রেমে ডুবে সকালের এই ঋষিরুপ বল?
তাঁর প্রেম মেগে মঙ্গা এ মন অশ্রু সজল।
বিষয়: সাহিত্য
১২৮৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারো কারো মনের চোখ সত্যিই বড় ঈর্ষণীয়!!
দোয়া করবেন যেন তা শাফল্যের কারণ হয় দুইপারে।
যাক কেউ খুঁজেছে দেখে ভাল্লাগছে। অঅঅনেএএএক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন