আমাদের সচেতনতাই পারে ১৫ আগস্ট কারো জন্ম রোধ করতে

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১৬ আগস্ট, ২০১৫, ১০:১০:৪১ সকাল

নাহ!! আমি কিছুতেই এটা মানতে পারছিনা। ১৫-ই আগস্ট কেউ জন্মগ্রহন করবে এটা মানা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। সেজন্য একজন দেশপ্রেমিক হিসেবে আমি নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি-

১) নভেম্বরের ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত সকল বিয়েসাদি নিষিদ্ধ ঘোষণা করা হোক। কারন- কেউ যখন বহুল কাংখিত নতুন সাইকেল হাতে পায়, তখন সে কিন্তু ঘন ঘন সাইকেল চালায়।

২) নভেম্বরের ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে ফ্রি ক---ম সাপ্লাই দেয়া হোক। এবং ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত যেসব এলাকায় পিঁপড়া বেশি সেসব এলাকায় ফ্রি কন্ট্রাসেপ্টিভ ফিল সাপ্লাই দেয়া হোক।

৩) সকল সরকারী ও বেসরকারী হসপিটালে নির্দেশনা প্রদান করা হোক, যাতে এ দিনে কোন ডেলিভারি না হয়। প্রয়োজনে দু এক দিন আগে সিজার করে বাচ্চা বের করে আনা হোক। এরপর দরকার লাগলে তাকে ইনকিউবেটরে রাখা হবে। এতে যে পরিমান খরচ হবে, তা বহন করবে সরকার।

৪) সর্বোপরি এদিনে বেবী হবার অযৌক্তিকতা তুলে ধরে দেশব্যাপি জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

আসুন, আমরা সচেতন হই। একটি শোকের দিনে কারো জন্মের আনন্দ করা থেকে বিরত থাকি।

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336102
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৪
রক্তলাল লিখেছেন : হাছা কতা কইছইন
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৮
278020
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : একজন দেশপ্রেমিক হিসাবে হাচা কতা কওন আমার দায়িত্ব
336104
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৬
মাটিরলাঠি লিখেছেন :
আপনার পোষ্টের শিরোনামটি সুন্দর। "আমাদের সচেতনতাই পারে ১৫ আগস্ট কারো জন্ম রোধ করতে।" আসুন আমরা সচেতন হই।

১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৯
278021
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আমরা সচেতন না হলে আমাদের দ্বারাই সংগঠিত হতে পারে শোকের দিনে আনন্দের কাজ। তাই আসুন, আমরা সচেতন হই, এবং শোকের দিনে জন্ম রোধ করি।
336105
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৭
হতভাগা লিখেছেন : ১৫ তারিখ ডেলিভারীর সম্ভাবনা থাকলে আগেই সিজার করে নেবার নির্দেশ দেওয়া যেতে পারে - এটা করলেই ১৫ অগাস্টে শিশু জন্ম রোধ করা যেতে পারে।
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৯
278022
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : জ্বি ভাই, ঠিক
336108
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৯
278023
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : অনেক ধন্যবাদ
336117
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:১২
শান্তিপ্রিয় লিখেছেন : দারুণ প্রস্তাবনা! I Don't Want To See এখন আমাদের সাধারণ জনগণ তা মানলেই কেবল বাস্তবে রূপ নিতে পারে। Big Grin
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৪০
278024
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : কেউ মানতে না চাইলে আইন প্রনয়ন করে হলেও তাকে মানতে বাধ্য করা হোক।
336139
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৯
নৈশ শিকারী লিখেছেন : Lol, ভালো লাগলো ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৭
278060
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
336149
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু যারা আগেই জন্ম নিছে???
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৮
278061
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : :Thinking
336151
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০১:১১
মুক্ত কন্ঠ লিখেছেন : ব্যাপক বিনোদন পেলাম! ধন্যবাদ!
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৯
278062
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, ভাই Happy
336158
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:১০
নারী লিখেছেন : Tongue
সচেতন হলাম Rolling on the Floor
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫১
278077
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Rolling on the Floor
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
278102
নারী লিখেছেন : ভালো থাকবেন।সচেতন থাকবেন।Tongue
১০
336198
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১০
প্রক্সিমা লিখেছেন : না ! না ! না !
এ হতে পারে না !
আমিতো অলরেডী....
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:২১
278220
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ৩) সকল সরকারী ও বেসরকারী হসপিটালে নির্দেশনা প্রদান করা হোক, যাতে এ দিনে কোন ডেলিভারি না হয়। প্রয়োজনে দু এক দিন আগে সিজার করে বাচ্চা বের করে আনা হোক। এরপর দরকার লাগলে তাকে ইনকিউবেটরে রাখা হবে। এতে যে পরিমান খরচ হবে, তা বহন করবে সরকার।
১১
336254
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৬
শেখের পোলা লিখেছেন : ১৫ আগষ্ট বিয়ে বৌ ভাত,বাসর, ফুলসজ্জা,স্বদেশ আগমন,রোগমুক্তি নিষিদ্ধ করাহোক৷
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:২৫
278221
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনার দাবীর সাথে একাত্মতা প্রকাশ করছি
১২
337066
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:১৩
ইবনে হাসেম লিখেছেন : শেখের পোলা লিখেছেন : ১৫ আগষ্ট বিয়ে বৌ ভাত,বাসর, ফুলসজ্জা,স্বদেশ আগমন,রোগমুক্তি নিষিদ্ধ করাহোক৷

সহমত, সহমত, সহমত।
কিন্তু যারা আগেই জম্ম নিয়েছে তাদের কি হবে? একজনে প্রশ্ন রেখেছেন।
আমার সাজেশান হলো, তাদেরকে সরকারী কোষাগার থেকে প্রতিবছর একটি স্পেশাল ব্যবস্থার অধীনে কিছু নগদ বখশীশের ব্যবস্থা করে দিয়ে জম্মদিন পালন থেকে বিরত রাখার ব্যবস্থা করা যেতে পারে....
২৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৫১
279376
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : একমত ভাই Applause
১৩
337320
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

অনেক ধন্যবাদ...
২৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৫২
279377
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File