প্রশিক্ষন

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২০ জুলাই, ২০১৬, ০৩:০৭:৫৬ দুপুর

শান্ত সমুদ্রে প্রশিক্ষন নিয়ে দক্ষ নাবিক হওয়া যায় না। দক্ষ নাবিক হতে হলে উত্তাল ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে প্রশিক্ষন নিতে হয়।

.

খিলাফত প্রতিষ্ঠা করা মানুষের দায়িত্ব নয়। খিলাফত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তায়ালা সে খিলাফত প্রদানের পূর্বে সমুদ্রকে টালমাটাল করে তোলেন, মুমিনদের প্রশিক্ষনের জন্য।

.

রাসূলুল্লাহ (সা.) এর প্রতি আল্লাহ তায়ালার কত মায়া, তাঁর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বললেও আল্লাহ তায়ালা তা সহ্য করতেন না; অথচ ওনাকেও নিতে হয়েছে কঠিন প্রশিক্ষন। পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। লোহার টুপি ভেদ করে আঘাত গিয়ে লেগেছে ওনার পবিত্র শরীরে। আঘাত পেয়েছেন মুখে, শরীরের বিভিন্ন স্থানে। ত্যাগ করতে হয়েছে প্রিয় জন্মভূমিকে। ওনার সাথীদেরও সহ্য করতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন। অবশেষে প্রশিক্ষিত এ বাহিনীকে মহান আল্লাহ প্রদান করলেন খিলাফত। বিশ্বের সব চাইতে বর্বর জাতি পরিনত হলো সব চাইতে সভ্য জাতিতে।

.

তাই বলছি, টালমাটাল এ সমুদ্র দেখে কেউ হতাশ হবেন না। হাল ছেড়ে দেবেন না। হাল ধরে রাখুন। পাল উড়িয়ে দিন। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হবো, আল্লাহ তায়ালা অবশ্যই খিলাফত প্রদান করবেন; যদি আমরা এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে টিকে থাকতে পারি।

.

.

.

আল্লাহ আমাদের সাহায্য করুন- আমিন।

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374998
২০ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইনশাআল্লাহ, আমরাও সেই আশায় আছি.....।
ধন্যবাদ আপনাকে
২০ জুলাই ২০১৬ বিকাল ০৪:০৮
311043
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
375001
২০ জুলাই ২০১৬ বিকাল ০৫:০০
কুয়েত থেকে লিখেছেন : দক্ষ নাবিক হতে হলে উত্তাল ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে প্রশিক্ষন নিতে হয়। খিলাফত প্রদানের পূর্বে সমুদ্রকে টালমাটাল করে তোলেন মুমিনদের প্রশিক্ষনের জন্য। চমৎকার খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
375019
২০ জুলাই ২০১৬ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : সহমত রইল।
375057
২১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Thinking Thinking Thinking অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File