একজন ক্ষুদ্র উদ্যোক্তার সফলতা এবং সম্ভাবনা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ জুলাই, ২০১৬, ০৩:০০:০১ দুপুর



তরুণ উদ্যোক্তা কাজী সাজিদুর রহমান যিনি ২০১৬ সালের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা। এসএমই ফাউন্ডেশন থেকে তিনি পেয়েছেন ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’। মাত্র ৪ বছরেই দেশে তিনি সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গড়ে তুলেছেন কেপিসি ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি। পরিবেশবান্ধব কাগজের কাপ ও প্লেট উৎপাদন করে তার এই কোম্পানি। এখান থেকে প্রতিদিন স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে প্রায় তিন লাখ পিস কাগজের কাপ ও প্লেট। দেশের সেবাখাতের বড় বড় প্রতিষ্ঠানে তিনি একচেটিয়াভাবে এই কাপ,প্লেট সরবরাহ করছেন। বর্তমানে ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশবান্ধব কাগজের তৈরি কাপ ও প্লেট। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে প্রতিদিন কয়েক লাখ মানুষ চা, কফি ও পানি পান করছেন কাগজের কাপে। এটা ব্যবহারের ফলে সময় বাঁচে। পরিবেশবান্ধব আবার স্বাস্থ্যসম্মতও। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে শিক্ষিত ও সচেতন ব্যক্তিদের অনেকেই কাগজের কাপ ও প্লেট ব্যবহার করছেন। আগামীতে সব শ্রেণীর মানুষ এই পণ্য ব্যবহার করবেন।এসব কারণে এই পণ্য একদিন দেশের সব চেয়ে বড় শিল্প হিসেবে পরিগণিত হবে। বিশ্ববাজারে কাগজের তৈরি এই শিল্পের একটি বড় বাজার রয়েছে। পণ্যগুলো প্রাকৃতিক ব্যাকটেরিয়া দ্বারা সহজেই পচনশীল, শতভাগ পরিবেশবান্ধব। ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণুমুক্ত। ক্ষতিকর রাসায়নিক থেকেও মুক্ত। বর্তমানে ৯৫ শতাংশ কাপ যাচ্ছে করপোরেট প্রতিষ্ঠানে। এর মধ্যে পেপসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনিলিভার, ওয়েস্টিন হোটেল, নেসলে, কাজী অ্যান্ড কাজী টি, ব্রিটিশ হাইকমিশন, ব্রিটিশ কাউন্সিল, প্রাণ, আকিজ গ্রুপ,অ্যাপোলো হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, আনোয়ার ইস্পাত, প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁও, ইগলু, ডানো, সেভরন, আজিনোমোটো, নিউজিল্যান্ড ডেইরি, ইস্পাহানি গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের পণ্য সরবরাহ করা হচ্ছে। কাজী সাজিদুর রহমানের প্রতিষ্ঠানটি ছাড়াও আমাদের দেশে আরও ছয়টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে চারটি এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি দুটির অবস্থাও বেশি ভালো নয়। অথচ পরিবেশবান্ধব হওয়ায় ভারত, আমেরিকাসহ বিশ্বের অধিকাংশ দেশে এই ব্যবসা বেশ জনপ্রিয়। সম্ভাবনাময় এ শিল্পটিকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাচিয়ে রাখলে আর্থিকভাবে লাভবান হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে তেমনি পরিবেশকে করবে সুন্দর ও স্বাস্থ্যসম্মত।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375012
২০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
আকবার১ লিখেছেন : chamcha of BAL

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File