প্রধনমন্ত্রীর সাথে সাথে আমরাও এতদিন সহজ সত্যটা বুঝতে না পেরে তাজ্জব হচ্ছি।

লিখেছেন লিখেছেন আবু জারীর ২০ জুলাই, ২০১৬, ০২:৩০:৩৫ দুপুর

প্রধনমন্ত্রীর সাথে আমরাও এতদিন সহজ সত্যটা বুঝতে না পেরে তাজ্জব হচ্ছি।

বন্দুকের নলকে যারা ক্ষমতার উৎস মনে করে ৭০ থেকে ৯০ এর দশক পর্যন্ত সমাজ তান্ত্রিক বিপ্লবের আশায় দেশকে জাহান্নাম বানিয়ে রেখেছিল তারা কোথায় হারিয়ে গেল?

আসলেই কি তারা হারিয়ে গেছে নাকি খোলস বদলিয়েছে? প্রধানমত্রী হয়ত খোলস বদলানো ইনু মেনন চারু মজুমদারদের প্রেতাত্মা দেখেই তাজ্জব হয়েছেন।

প্রধানমন্ত্রীর তাজ্জব হওয়া দেখে আমারতো মনেহচ্ছে গলা কাটা ইনু মেনন গং দের গণবাহিনী হারিয়ে যায়নি, শুধু খোলস বদলিয়েছে, বর্ণ চোরা সেজেছে।

গলা কাটা মানুষ মারা আলেমদের কাজ না। আলেম সমাজ শান্তি প্রিয় এবং নিরহ মানুষ। মানুষ মারা, গলা কাটা সন্ত্রাসী জাসদ সর্বহারাদের কাজ। আগে তারা কমিউনিজমের নামে শ্লোগান দিত আর এখন কৌশল পাল্টিয়ে ইসলামের আলখেল্লা পরে আল্লাহর নামে শ্লোগান দিয়ে নিজেদের কাজ করে যাচ্ছে।

তা না হলে ইসলামের কথা বলে ইসলামের সব চেয়ে পবিত্র স্থান মসজিদে বোমা মারবে কেন? গণহারে ইমাম মুয়াজ্জিন খুণ হচ্ছে কেন? ইসলাম যেখানে মানুষ হত্যা মহা পাপ বলেছে সেখানে তারা ইসলামের নাম নিয়ে কালেমা লেখা ব্যানার টাঙ্গিয়ে মানুষ মারছে কেন?

তাদের ইসলাম বিরোধী কার্যক্রমই বলে দেয় যদিও এরা জেহাদের কথা বলে, আল্লাহর নামে শ্লোগান দেয় এবং ইসলাম কায়েমের কথা বলে কিন্তু তাদের আসল মিশন ইসলামের নাম নিয়ে ইসলামকেই ধ্বংস করা। যা তারা কমিউনিজমের নামে পারেনি সেই মিশন বাস্তবায়ন করা।

গুলশান ট্রাজেডি এবং আব্দুর রহমান বাংলা ভাইর কার্যক্রম থেকে আমরা যাদের পরিচয় পেয়েছি তারা প্রায় সবাই আওয়ামী ঘরানার লোক কোন প্রতিষ্ঠিত আলেম বা মাদ্রাসার ছাত্র নয় ২/১ জন বিভ্রান্ত ছাড়া।

আইএসআইএস বা যে কোন ইসলামী নামধারী জাসদ সর্বহারা গণ বাহিনির ধ্বংসাত্বক ফেতনা থাকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন।

বিষয়: রাজনীতি

২৪০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374997
২০ জুলাই ২০১৬ দুপুর ০৩:২১
হতভাগা লিখেছেন : বড়লোকের সন্তানেরা এখন বেহেশতের হুর পরী পাবার জন্য অস্থির হয়ে উঠেছে
২০ জুলাই ২০১৬ বিকাল ০৫:২৭
311045
কুয়েত থেকে লিখেছেন : বেহেশতের হুর পাওয়া এতো সহজ না।ঈমানের বলে বলিয়ান হতে হবে। ধন্যবাদ
২২ জুলাই ২০১৬ দুপুর ০১:১৬
311087
আবু জারীর লিখেছেন : বেহেস্তের হুরপরি যেমন টোপ তেমনি তা পাওয়ার পদ্ধতি অজানা তাই দূর্বলতা নিয়ে ওদের এই বিপথে চলা।
ধন্যবাদ।
375004
২০ জুলাই ২০১৬ বিকাল ০৫:২৫
কুয়েত থেকে লিখেছেন : আলেম সমাজ শান্তি প্রিয় এবং নিরহ মানুষ। মানুষ মারা গলা কাটা সন্ত্রাসী জাসদ সর্বহারাদের কাজ। এটা সকলেই বুঝতে পারবে একটু সময়তো লাগবেই। ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ
২২ জুলাই ২০১৬ দুপুর ০১:১৭
311088
আবু জারীর লিখেছেন : ইসলামপন্থীদের থিকং ট্যাং নাই যদি থাকত তাহলে তারা এর সঠিক কারণ নির্নয় করে জাতিকে শতর্ক করতে পারত। যেটা খুবই জরুরী।
ধন্যবাদ।
৩১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
311470
কুয়েত থেকে লিখেছেন : কারণ নির্নয় করে জাতিকে শতর্ক করতে পারত। যেটা খুবই জরুরী।
ধন্যবাদ।Good Luck Good Luck
375008
২০ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২২ জুলাই ২০১৬ দুপুর ০১:১৭
311089
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
375020
২০ জুলাই ২০১৬ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : আমিন।
২২ জুলাই ২০১৬ দুপুর ০১:১৮
311090
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
375116
২৩ জুলাই ২০১৬ দুপুর ০১:৫২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শায়খ রহমান বাংলা ভাই,
আমুলীকের দুলাভাই।
২৪ জুলাই ২০১৬ দুপুর ১২:৪১
311121
আবু জারীর লিখেছেন : আর এখন যেগুলো ধরা পরছে সেগুলো ছেলেপুলে নাতি পুতি। তার মানে তারা তারাই।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File