- বাবারে বাবা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৫, ১১:২৩:৩৯ সকাল
ধানমন্ডির বাড়ীতে কুচকিয়ে শাড়ীতে
ললনারা ছিড়ে চুল হেচকা টানেতে।
বাবা তোর ছবিতে ফুল দেয়ার দাবিতে
কিযে মজা করছে তারা যদি একটু দেখিতে।
বাবারে বাবা ও বাবা দেখছ নাকি
মহিলা লীগ জনম দিছ কতো কি দেখার বাকি।
তুমি আছো টুঙ্গি পাড়ায়, ধানমন্ডিতে ঝগড়া বাঁধায়
যেন তারা কৃষ্ণ রাধায়, গায়ে গা গুতা খায়।
বাবা তোর বেদিতে ফুল দেবার দাবিতে
কিযে কান্ড করছে তারা যদি একটু দেখিতে।
বাবারে বাবা ও বাবা দেখছ নাকি
মহিলা লীগ জনম দিছ কতো কি দেখার বাকি।
একি! তোমার স্বপ্ন ছিল, নটা নটি কি দেখাল
ফেইসবুকে ছবি এলো, শোকের আর কিইবা রইল।
বাবা তোর দলেতে, নষ্টদের নষ্টামিতে
যদি বাবা দেখিতে, চাইতিনা আর বাঁচিতে।
বাবারে বাবা ও বাবা দেখছ নাকি
মহিলা লীগ জনম দিছ কতো কি দেখার বাকি।
বিষয়: বিবিধ
৭২৫৫৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশী ডলা খেলে জিনিস পিষে যাবে
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ
অন্য রকম লেভেলের কবিতা।ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন