খোলাচিঠি
লিখেছেন লিখেছেন জোনাকি ২০ নভেম্বর, ২০১৪, ০৬:০২:২০ সকাল
এই খোলাচিঠি, যেন সোনার কাঠি
কোন সে প্রেরক?
মধুর সে কথা, যেন মালা গাঁথা
কোন সে লেখক?
.
এ যেন সাগর, মনির আকর
মুঠিমুঠি নাও।
যেন নীলাকাশ, মগ্ন সুবাস
শান্তির গাঁও।
.
তোমারি ঠিকানা, খুলেই দেখনা
কেন দেরি করা?
রাজার রাজা, পাঠিয়েছে তা
ভালবাসা ভরা।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খাইরান।
জোনাকি আর্টিং ।
এটা হলো জোনাকিবুর কবিতার বৈশিষ্ট্য।
শুকরান শুকরান অন্নেক অন্নেক।
তো বৈশিষ্ট টা কি জানতে পারি?
মন্তব্য করতে লগইন করুন