বুড়া দশরথ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ নভেম্বর, ২০১৪, ০৫:২৬:১৯ সকাল
দুইপাশে বিল আর মাঝে মেঠো পথ,
সেই পথে হেঁটে চলে বুড়ো দশরথ৷
কাঁধেতে ঝোলানো ব্যাগ হাতে তার লাঠি,
পথেরে করেছে আপন দুই বেলা হাঁটি৷
ভীন গাঁয়ে বাস তার, যায় দূরে হাটে,
ভিক্ষা করিয়া তার জীবন জীবিকা কাটে৷
জীর্ণ শরীর খানি, সামনে পড়েছে ঝুঁকে,
কানেও রয়েছে তালা, ভাষা নেই মুখে৷
একদিন সবই ছিল, আজ বড় একা,
কে যেন ঘুরিয়ে দিল, ভাগ্যের চাকা৷
দেশ ভাগে জমি গেছে, গেছে ঘরবাড়ি,
শ্বশানে নিয়েছে ঠাঁই আস্তানা গাড়ি৷
কারও সে আপন নয়, কেউ নয় তার,
একে একে গেছে চলে যারা আপনার৷
নিরালে হিসাব কষে, কত বাকী আর,
এপার ছাড়িয়া যাবে, কবে ওই পার৷
টরোন্ট/১০/১১/’১৪
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন