যদি এমনি করে এই গানটি গাওয়া যেত...............

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২০ নভেম্বর, ২০১৪, ০৭:১৪:৫৪ সকাল

তুমি নন্দিত, আল্লামা সাঈদীর লাখো মানুষের জলসায়,

আছো হেফাজত, জামায়াত,তাবলীগ,চরমোনাইদের ঈমানী চেতনায়।

তুমি মুফতী আমিনীর রক্তে আগুনধরা জ্বালাময়ী সে ভাষন,

তুমি মাদ্রাসা-মক্তবে মিশে থাকা শায়খ হাফিজ্জীরস্বপন।.

তুমি ছেলে হারানো শহীদমাতার২০১৩ এর দিনগুলী,

তুমি বুকের মাঝে আগলে রেখেছ শাহ-জালালের পদধুলী।.

তুমি পাঁচ কিংবা তার অধিক হাজারো শহীদের প্রাণ,

তুমি শাঁপলা চত্বরে গুমরে উঠা স্বজনহারা সেইগান।

আমার প্রাণের সাঈদী আমি তোমায় ভালবাসি,

বারো আউলিয়ার পুন্যুভূমি এই দেশ তাই তোমায় ভালবাসি।

তুমি মুহিব খানের বিপ্লবী কবিতা "ইঞ্চি ইঞ্চি মাটি"

তুমি সীমাহীন ত্যাগে গড়ে উঠা ধর্মীয়রাজনীতির ঘাটি।.

তুমি সুরের পাখি আইনুদ্দিনের দরদমাখা সেই গান,

তুমি মাওলানা ভাসানীর সর্বনাশা ফারাক্কামুখী অভিযান।

তুমি শাইখুল হাদীসের দীপ্ত ভাষায় বোখারীর তাশরীহ,

তুমি চরমোনাই পীরের জবানে জারী মহান রবের তাসবীহ।

তুমি শহীদ মাজলুম কাদের মোল্লার অশ্রুসিক্ত গোর,

আল্লামা ওলিপুরী,মুফতী ওয়াক্কাসের নতুন দেখা সেই ভোর।

তুমি "নাস্তিক মুক্ত বাংলা গড়ার"তেজদ্দীপ্ত হুংকার,

তুমি লাখো মুমিনের দীপ্ত শপথে বেজে উঠ বারবার।

তুমি প্রতিটি পংগু জামাত-হেফাজতীর অভিমানের সংসার,

তুমি দোয়া,মুনাজাতের তাহাজ্জুদে কেঁদে উঠা হাহাকার।

আমার প্রাণের সাঈদী ,আমি তোমায় ভালবাসি,,

(collected)

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286065
২০ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৯
কাহাফ লিখেছেন :
অবাস্তব স্বপ্নময় কল্পনার শব্দগাথাঁ এ সব! যা কোন দিনই সম্ভব হবে না!!! Not Listening Not Listening Not Listening
286068
২০ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
নাছির আলী লিখেছেন : আপনার কল্পনা গুলো আল্লাহ কবুল করুন।
286072
২০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪১
নিমু মাহবুব লিখেছেন : আরো একবার পরলাম
ধন্যবাদ
286111
২০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪০
খান জুলহাস লিখেছেন : অসম
286204
২০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
ডোসট লিখেছেন : very fine.....carry on..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File