জামাত-শিবিরের কল্যানে দেশে খুন-গুম বন্ধ হচ্ছেনা !!!!!!!!! অপরাধীরা অধরাই থাকছে !!!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২০ নভেম্বর, ২০১৪, ০৭:২০:০৮ সকাল
ডাক্তারদের নামে একটি কথা রটনা আছে । বেশী রোগি আসলে তারা খুশী । অর্থ্যাৎ বেশী মানুষ অসুস্হ্য হবার মাঝেই ডাক্তারদের আনন্দ !! তেমনি আমাদের দেশের হয়েছে একি হাল ! যত বেশী লাশ - তত বেশী সরকার খুশী, পুলিশ খুশী, চেতনাধার ধ্বজাধারীরা খুশী, নাস্তিকরা খুশী !!!!!!!!!
কারনটা একদম পান্তাভাত ! পুলিশের চলে রমরমা গ্রেফতার বানিজ্য, চেতনাধারীদের চেতনা আরেক কলসী উথলে উঠে, নাস্তিকদের সামনে গলাবাজি আর কলমবাজি করার মোক্ষম হাতিয়ার ও প্রমান এসে উপস্হিত হয়, আর সরকার ; পুরাই লাভ !!!! ক্ষমতার চিরস্হায়ী বন্দোবস্ত করতে বিরোধীদের দমনের চমৎকার উপাদান । তারচেয়েও বেশী লাভ হয় অপরাধীদের, কারন নন্দঘোষতো রয়েছেই !!!
ত্বকীর পরিবার এতকরে বুঝাতে চাইল, ঐ সন্ত্রাসী পরিবারটিই তাদের আদরের মেধাবী সন্তানকে হত্যা করেছে ! মিডিয়াতো ত্বকীর বাবা চাষাড়ার গনজাগরন মন্চের ফজলে রাব্বীর চেতনা নিয়েই ব্যস্ত ! পুলিশ ব্যস্ত ধরা-ছাড়ার গরম-গরম ব্যবসা নিয়ে ! চেতনাধারীদেরতো কলিজায় আগুন ধরে গেল ! চেতনার জোশ যেন আরো উথলে উঠল !
থাবা বাবা মারা গেলে প্রধানমন্ত্রীতো পাগলপারা হয়ে ছুটে গেলেন, পরিবার লাভবান হল ছেলে ২নম্বর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে ! পুরো সংসদ শোকাতুর হয়ে এক মিনিট দাড়িয়ে থাকলো ! চেতনা মন্চতো তখন হায়েনার রুপ ধারন করেছে !একাধিক বিয়ে ছাড়াছাড়ি এসব কারনে এ খুন হতেই পারেনা !!
ডঃ শফিউল খুন হলেন ! কলম সৈনিকরা জেগে উঠল, চেতনাধারীরা মানুষকে বুঝাতে চাইল খুনের ধরন দেখেই বুঝা যাচ্ছে নন্দঘোষই এ কাজ করেছে । পুলিশের গ্রেফতার বানিজ্য বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে চলছে, সরকারী পান্ডারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নন্দঘোষের বিরুদ্ধে মিছিল করছে । মিডিয়া শফিউলের ইসলাম বিদ্বেষ নিয়ে ঘাটাঘাটি করে আবিষ্কার করতে চাইছে, নন্দঘোষ ছাড়া কেউ আর সাথে জড়িত নয় । তিন বিয়ে হয়ে ছাড়াছাড়ি হলেও সবার পরিবারের সাথেই মধুর সম্পর্ক রয়েছে । ছাত্রীরাতো নিজের মেয়ের মত ।এছাড়া থিসিসের কাজেতো শিক্ষকদের বাসায় গিয়ে রাতে থাকাও লাগতে পারে !! সুতরাং নন্দঘোষ ??
তাই বলি কি ? নন্দঘোষ যতদিন থাকবে, এ দেশে খুন গুম কখনই বন্ধ হবেনা । কারন ভিকটিম আর নন্দঘোষ ছাড়া এসব লাশ থেকে সবাই লাভবান !!!!!!!!!!!! হায়রে আজব স্বাধীনতা !
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোষি বের হলো কিন্তু প্রমানের অভাবে শাস্তি হবেনা!!!
মন্তব্য করতে লগইন করুন