প্রিয় গোলাপ! তোমার সুগন্দ্ব ও আলো দুটোই বহমান থাকবে আমাদের মাঝে।
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৩ নভেম্বর, ২০১৫, ০৫:১৯:০৬ সকাল
বাগানে কত ধরনের ফুল ফোটে। শীউলী, জবা, রজনী, হেনা, চাপা কিন্তু ঐ টকটকে লাল রঙ এর গোলাপটি কেন সবার এত প্রিয়? কেন সবাই ঐ গোলাপটিকে পেতে চায়?
বয়স হয়েছে গোলাপগুলোর। এমনিতেই কয়দিন পর ঝরে যেত। কিন্তু গোলাপগুলো তার স্রষ্টার কাছে হয়তবা প্রিয় ছিল। তাই তিনি চাইলেন, ঝরতে দেবেন না। ফুলবাগানের ফুলদানীতে অমর করে রাখবেন। শক্ররা মরে পচে যাবে। গোলাপগুলোই থেকে যাবে। সুভাস ও আলো দুটোই ছড়াবে।
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন