বিদ্বেষে নয়, মানুষের ভাষায়!
লিখেছেন লিখেছেন udash kobi ২৩ নভেম্বর, ২০১৫, ০২:১৮:১৮ রাত
কেমন করে ভাবছো তুমি
একমত হবো তোমার সকল মতে
তোমার সব ধ্যান-ধারণা আর রূচিতে।
তোমার সকল কাজে, সকল চেতনায়
করবো আমি সহমত?
তুমি তো চাও সব সময়
জোর করে গেলাতে, তোমার প্রিয় কচু
অথচ তুমি জানো,
এটা আমার খুবই অপছন্দের। তারপরও-
তুমি বললে- এতো প্রচুর ভিটামিন আছে
আমি বললাম, কচি ঘাসে তার চেয়েও বেশি
তুমি রেগে গিয়ে বললে, আমাকে কি গরু পেয়েছো?
আমি হেসে বললাম, না
ছাগলেও প্রচুর খায়।
তোমার চোখের দৃষ্টি যেমন আমার মতো নয়
তোমার রসনাও নয় আমার রসনায়
তবে কেন খামোকাই জোর করে চলেছো
তার চেয়ে বরং এসো
যার যার রুচি মেনে, আত্ম-বিলাস ভুলে
এমন একটা আদর্শ ধরি
এমন কথা বলি
যাতে তুমি আমি একমত
এমন মতের উপর থাকি যাতে সবাই সহমত।
নিজস্ব চেতনাকে বিলীন করে
ব্যক্তিগত মতটাকে ভুলে গিয়ে
মানবতার জন্য কথা বলি
মানুষেরই ভাষায়!
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন