ভূতের কিল
লিখেছেন লিখেছেন জোনাকি ১১ জুলাই, ২০১৪, ০২:২৬:২৯ রাত
লাল্পাখীটা গোলাপফুলে ঘসছে ঠোঁটে ঘ্রাণ।
ভাবছে কি সে ঘ্রাণ না হলে থাকে কি আর মান?
গোলাপ বলে তোমার মত আমার ডানা নাই।
দুনিয়া ঘুরে দেখার যে শখ আমার মনেও হাই!
প্রাজাপতির মনে আগুণ ময়ুর নাচন দেখে।
ময়ুর কাঁদে কেম্নে দীঘি জ্যোৎস্নাকলা লেখে?
মন পড়ে রয় দীঘির শুধু চাঁদের পাড়াগায়।
চাঁদটা বুকে ডোবালে কি আকাশ হওয়া যায়?
কোরাস মাতম শুনে প্যাঁচা ভ্রু কুঁচকে চায়।
সুখের ভূতে কিলায় তোদের? তোদের মুখে ছাই?
বিষয়: সাহিত্য
১১৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন