ভূতের কিল

লিখেছেন লিখেছেন জোনাকি ১১ জুলাই, ২০১৪, ০২:২৬:২৯ রাত

লাল্পাখীটা গোলাপফুলে ঘসছে ঠোঁটে ঘ্রাণ।

ভাবছে কি সে ঘ্রাণ না হলে থাকে কি আর মান?

গোলাপ বলে তোমার মত আমার ডানা নাই।

দুনিয়া ঘুরে দেখার যে শখ আমার মনেও হাই!

প্রাজাপতির মনে আগুণ ময়ুর নাচন দেখে।

ময়ুর কাঁদে কেম্নে দীঘি জ্যোৎস্নাকলা লেখে?

মন পড়ে রয় দীঘির শুধু চাঁদের পাড়াগায়।

চাঁদটা বুকে ডোবালে কি আকাশ হওয়া যায়?

কোরাস মাতম শুনে প্যাঁচা ভ্রু কুঁচকে চায়।

সুখের ভূতে কিলায় তোদের? তোদের মুখে ছাই?

বিষয়: সাহিত্য

১১৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243654
১১ জুলাই ২০১৪ রাত ০৩:২৪
ভিশু লিখেছেন : বাপ্রেবাপ...Surprised দু'টি করে লাইন পড়িয়ে চরিয়ে পাঠককে এদিক-ওদিক-সেদিক কত্তো দিকে যে ঘুরালেন?! কবিরা পারেনও... Day Dreaming
Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:২৫
237673
জোনাকি লিখেছেন : কই পারি? আর অ্যাঁই খবি ন It Wasn't Me!
243682
১১ জুলাই ২০১৪ রাত ০৪:০৯
আফরা লিখেছেন : Good Luck Good Luck Rose Rose Good Luck Good Luck
১২ জুলাই ২০১৪ রাত ১২:৫৬
189482
জোনাকি লিখেছেন : দুটো ফুলের দুধারে দুটো করে পাতা; ধন্যবাদ লালসবুজ এ উপহারের জন্য। ঘনবাগান কামনা করছি আপনার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File