হাতের পর এবার ডান পা কেটে ফেলতে হবে আন্নার----
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ১১ জুলাই, ২০১৪, ০২:৪১:২০ রাত
আন্না জীবন বাঁচাতে কাজ করত রানা প্লাজার ১ টি পোশাক কারখানাতে।মেয়েটি ১হাত,পা হারাল।এখানে সরকারী কোন সাহায্য আন্না পাবে কি?বাকী জীবনটা যাতে ভাল কাটে সরকারের সে ব্যাবস্তা করা উচিত।শুধু আন্না নয় দেশের সব গরীব,অসহায়দের জন্য ভাতা,ভর্তুকির ব্যাবস্তা করা উচিত।এটা করলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।কিন্তু বিরুধীদলের উচিত সরকারকে এ ধরনের কাজে উৎসাহিত করা এবং নিজদের উচিত গরীব জনগনের পক্ষে ভবিষ্যৎ কর্মপন্থা দেয়া।শুধু ক্ষমতা থেকে সরকারকে সরাতে জ্বালাও,পুড়াও আন্দোলন করলেই হবে না,দেশের জনগনের ভাল হবে এমন কাজ করার মাধ্যমে বিরুধীদল নিজেদের পক্ষে জনমত নিতে পারে।অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি না দিন আন্নাদের মত অসহায়দের জন্য মাসিক জীবন বাঁচানোর ভাতা চালু করুন,দয়া করে।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন