দেশের ছাত্র-ছাত্রীদের তাদের টিচারদের জন্য শেক্সূয়ালী উদার হতে হবে!!!

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ১৮ নভেম্বর, ২০১৪, ০২:৪৮:২০ দুপুর

দেশের যা অবস্থা তাতে মনে হচ্ছে সব ছাত্র-ছাত্রীদের উচিত এবেপারে ওপেন হয়ে যাওয়া তা না হলে বন্দি করে রাখা হবে ছাত্রীকে শিক্ষকের বাসাতে।আর ছাত্রী ফোন করবে তাকে বাঁচানোর জন্য বাঁচাতে আসবে কিছু সন্ত্রাসীরা।আর সন্ত্রাসীরা এমনভাবে টিচারকে আঘত করবে যে টিচার প্রান হারাবে।এটা কোনভাবে কাম্য নয় যে কোন টিচার প্রাণ হারান সন্ত্রাসীদের হাতে।আর টিচারদেরও সেক্সস কন্ট্রোল করা উচিত সুন্দুরী ছাত্রী দেখলেই তাদের অনৈতিক কাজে ডাকা সঠিক নয়।যার পরিনতিতে অনেক বড় অপরাধ হচ্ছে।শিক্ষকের দেখা দেখি দেশের ছাত্র-ছাত্রীরা নস্ট হচ্ছে এব্যাপারে শিক্ষকদের সচেতন হতে হবে।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File