অচিন বৃক্ষ

লিখেছেন লিখেছেন শহীদুল ইসলাম অর্ক ১৮ নভেম্বর, ২০১৪, ০২:৪৩:১৯ দুপুর

-অচিন বৃক্ষ দেখেছ?

আমি গাছ আঁকা বাদ দিয়ে মমিনের দিকে তাকালাম।

-অচিন বৃক্ষ?

-হ্যাঁ।

-কোথায়?

-আমাদের বাসার কাছাকাছি।

-আচ্ছা দেখতে যাব।

-আজ ?

-আজ।

আমার সবচেয়ে কাছের বন্ধু মমিন। আমরা পড়ি উলিপুর শতদল কিন্ডার গার্টেন এ। কেজি-2 তে। মমিনের সাথে আমার ভাল বন্ধুত্বের কারণ হল, ক্লাশের অন্য সব ছাত্রদের মত সে ধনীর দুলাল না, সে আমার মত দরিদ্র বাবার সন্তান। ক্লাশের সবাই সাদা কেডস্ পরে আসে। আমি আর মমিন পরি প্লাষ্টিকের সাদা জুতো। সবাই দামি সাদা শার্ট আর ব্লু প্যান্ট পরে, আমরা পরি কম দামের শার্ট প্যান্ট। সবার দু তিনজন করে আলাদা প্রাইভেট টিচার আছে, আমাদের নেই। সবাই টিফিনে বার্গার, নুডুলস খায়, আমরা খাই পাউরুটি, বিস্কিট। এসব কারণে আমার একমাত্র বন্ধু মমিন, আর মমিনের একমাত্র বন্ধু আমি।

ছুটির পর দেখতে গেলাম অচিন বৃক্ষ। বুড়ি তিস্তার কোল ঘেঁসে একটা বিরাট মাঠ। মাঠের মাঝখানে বিশাল এক গাছ। পুরো মাঠকে সেটি ছায়ায় ঢেকে রেখেছে। আমি গাছে দিকে তাকাই। মমিনকে প্রশ্ন করি।

-এটা অচিন বৃক্ষ?

-হ্যাঁ।

-এ গাছটাকে কেউ চিনে না তাই এটার নাম অচিন বৃক্ষ?

-হ্যাঁ।

-কে লাগিয়েছে এ গাছ?

-কেউ না। একবার এক ঝড়ে এই গাছটি আফ্রিকার জঙ্গল থেকে উড়ে এসে এখানে পড়েছিল।

-সত্যি?

-সত্যি।

বহুদিন পেরিয়ে গেছে। এই সেদিন খবর পেলাম সেই অচিন বৃক্ষটি কেটে ফেলা হয়েছে। খবর টি পড়ে বুকের মধ্যে ব্যাথার একটি নীল শিখা জ্বলে উঠল যেন। তখন মনে পড়ল মমিনের কথা।অচিন বৃক্ষ চিনিয়ে দিয়ে সে কবে কোথায় উড়াল দিয়েছে আমি জানিনা!

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File