স্বপ্ন
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ জুলাই, ২০১৪, ০২:১১:১৭ রাত
স্বপ্ন
স্বপ্ন ভেঙ্গেছে
উঠছি জেগে--- স্বপ্নের ঘুম হতে।
স্বপ্ন ভেঙ্গে
কঠিন সত্যের মুখমুখি
আজ সামনে দাঁড়িয়ে ।
মনে আঁকা কত শত
জীবন নিয়ে রঙিন স্বপ্ন,
সব আজ ভেঙ্গে চুরে
ফানুস গুলি চুপিসারে
জীবন হতে অনেক দূরে
উড়ছে নাগালের বাইরে।
স্বপ্ন ভেঙ্গেছে
উঠছি জেগে স্বপ্নের ঘুম হতে।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন