ছন্দালাপ
লিখেছেন লিখেছেন জোনাকি ০৩ জুন, ২০১৪, ১০:৩৬:১৪ সকাল
নাইবা হলো সাজানগোছান ঘরটা আমার জঙ্গলে
তাই বলে কী আসবিনা তুই ঘুরবি শুধুই মঙ্গলে?
কী আসেযায় হোস যদি তুই চাঁদের ঘরে ঘরজামাই
তেলামাথায় তেল মাখালে আমার কীবা আসে যায়।
লালপাখিটার কন্ঠতে তুই কত্ত দারুণ মিষ্টিযে
ক্লান্তদুপুর শান্ত যে ঐ সুরের পরিপুষ্টিতে।
লুকিয়ে ঝোপের অন্দরে নাচিস সেকি ছন্দরে
বাতাস হারায় রোদের ডানায় ভালোলাগার বন্দরে।
সুকুমারের খাতায় নাকি পেখম তুলে নাচিস বল?
রিটন ভাইয়ের গোঁফের নিচে হাসি ছড়াস ছলাৎছল।
মাহমুদ চাচার বুকের ভিতর বাদ্য বাজাস কী দারুণ!
ডাকলে আমি মুখটা বেজার দৃষ্টি দেখি কী করুন।
ফুলগুলো সব ঝরেই গেছে তুই এলে কই দুলবি বল?
ঘ্রাণগুলো সব উড়েই গেছে সুরগুলো সব ছলছল!
ছন্দ কোথায় তুলবিরে তুই সাইবেরিয়ার শৈত্যতে
বসিসনা আর মনের ভুলেও নিম্নতাপের দৈন্যতে।
বিষয়: সাহিত্য
১০৪৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসবো আবার ফিরে আমি তোর বাড়ির ঐ আঙ্গিনায়
প্রতি বছর আসি একবার দুনিয়ার রঙ দেখে যায়
রবের হুকুম মানতে বাধ্য আমি পালন করি নির্দ্বিধায়
স্রষ্ঠার সামনে সৃষ্ঠির ইচ্ছা নিতান্তই অসহায়
তাই তো আমি চেলে যায়, সময় যখন থেমে যায়
তোমার সাথে আড়ি
আর আসবো না এই বাড়ি
আমার ব্লগে দাওয়াত । আমি ইমো দিতে কার্পণ্য করবো না !
; : 3:-O ~:> (~~) ) <:-P :D/ >- = *-
খুব সুন্দর । ভাল লাগল । ধন্যবাদ । জোনাক পোকা
ভাল্লাক্সে চালিয়ে যা
ন
মন্তব্য করতে লগইন করুন