খতমে বোখারী ও অরাজনৈতিক ইসলাম !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ জুন, ২০১৪, ১০:২৯:৫৫ সকাল

দেশ বরেন্য আল্লামাদেরকে হেলিকপ্টারে চড়ে খতমে বোখারীর জলসায় উপস্হিত থাকতে দেখলে বুকটা আনন্দে ভরে যায় । এই যে খতমে কোরান, খতমে হাদীস, পাগড়ী প্রদান, দস্তারবন্দি, আলিম, ফাজিল, কামিল, দাওরা, উলা ইত্যাদি কত ধরনের যে সার্টিফিকেট দেয়া হয় । কত লক্ষ-লক্ষ আলেম-ওলামা রয়েছে আমাদের দেশে । প্রতি বছর লাখে লাখে বের হচ্ছে ।

এত ওলামারা কোথায় ? ওলামাদের কাজ কি ?

আলেমরা কি শুধু মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মাদ্রাসার শিক্ষক, ছোট-খাট চাকুরী বা ব্যবসা করে জীবন পার করে দেবেন ? খতমে বোখারীর সার্টিফিকেট দেয়া হল । কিন্তু এই বোখারীতে কি শুধু নামাজ-রোজা ও বিয়ে-শাদীর মাসয়ালা-মাসায়েল রয়েছে ? বোখারীতে কি সুদের ছোট আকারের গুনাহ মায়ের সাথে জেনা করার মত জঘন্য পাপ বলে বয়ান করা হয়নি ? বোখারীতে কি রাসুল সাঃ ও তার সাহাবাদের দ্বীন ইসলামের পালনের কোন বর্নণা নেই ? শুধু কি নামাজ-রোজা করাই পরিপূর্ন ইসলাম ? ইসলামকে শুধু শিখার মধ্যে বন্দী করে ফেললে এ শিখার গুরুত্ব কোথায় থাকলো ?

অরাজনৈতিক হুজুররা রাজনৈতিক হুজুরদের এত সমালোচনা করে কি লাভ ? সমাজের দূর্নীতিবাজ মোড়লদের দেয়া কিছু হাদিয়া-তোহফা ছাড়া পরকালের জন্য এ সমালোচনার কোন ফায়দা নেই ।

এসব অরাজনৈতিক আল্লামাগন শুধু খতমে বোখারী নয়, বোখারীর বাস্তবায়নে এগিয়ে আসবেন । আল্লাহর কাছে এই দোয়া করি ।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229871
০৩ জুন ২০১৪ সকাল ১০:৪৬
ইয়াফি লিখেছেন : আমিও উলামারা হেলিকপ্টারে চড়তে দেখলে খুব খুশী হয়। মনে হয় এটাই উলামাদের প্রাপ্য সম্মান। তাঁরা সমাজের শীর্ষভাগে থাকবেন। তাঁদের কর্তৃত্বে সমাজ চলবে।
০৪ জুন ২০১৪ সকাল ০৫:০৯
177012
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : কিন্তু হেলিকপ্টারে চড়ার সুযোগ পেয়ে যদি অরাজনৈতিক হয়ে যায় ! তাহলে ?
229880
০৩ জুন ২০১৪ সকাল ১০:৫৫
ধন্যবাদ লিখেছেন : ওলামারা নির্বচনে দাঁড়ালে প্রথমে আমি ভোট দেব না, কারণ তাঁরা মিথ্যে আশ্বাসের ফুলজুড়ি দিয়ে আমার মন টা শীতল করতে পারবে না. বর্তমানে রাজনীতির অবস্থা এমন হয়ে গেছে যে কেউ কাউকে ধোকা দিলে বলে ব্যাটা আমার সাথে রাজনীতি করস. তাছাড়া ফেসবুকে বেশির ভাগ ইউজার নিজ সম্পর্কে লেখেন রাজনীতি: নট ইন্টরেস্টেট. Happy
০৪ জুন ২০১৪ সকাল ০৫:১০
177013
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : অরাজনৈতিক ওলামাদের ভোট দিতে হবে কথা নেই !!
229892
০৩ জুন ২০১৪ সকাল ১১:৫৫
ইমরান ভাই লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
বোখারীকে খতম করে কিন্তু সহীহ হাদীস মাযহাবের বীপরিতে গেলে জ্বালা শুরু। তাই খতম করে সব শেষ করে দেয়া হয়।
০৪ জুন ২০১৪ সকাল ০৫:৩০
177016
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : খতম করে সব শেষ করে দেয়া হয় ! বাস্তব অবস্হা তাই !
229897
০৩ জুন ২০১৪ দুপুর ১২:০২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ঈমাম বুখারী যখন শেষ বয়সে নিজ জন্মভূমি বোখারায় ফিরে যান, তখন বোখারার শাসন কর্তা ঈমাম বোখারীকে শাসন কর্তার ছেলের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল। সাথে সাথে রাষ্ট্রিয় একটি বড় পদের ঘোষণা দিয়েছিল।

ঈমাম দুটি অফারই প্রত্যাখান করেছিলেন। এই জন্য শাসক তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ঈমাম বোখারী সে থেকে বাকী জীবন পালিয়ে বেড়িয়েছেন এবং পালিয়ে থাকা অবস্থায় সমরখন্দের খরতন্দ গ্রামে তিনি ইন্তেকাল করেন।

তিনি তার জীবনে কোনদিন বর্তমান আমাদের দেশের আলেমদের মত আমল করেন নি। বরং তিনিও প্রথাগত শাসক শ্রেনীর বিরোধীতা করেছেন, তাদের উপহার গ্রহণ করেন নি। ধন্যবাদ।
০৪ জুন ২০১৪ সকাল ০৫:৩২
177017
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : কোরানে হাফেজ হলে আমরা তাকে অনেক সম্মান করি । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, হাফেজ নিজেই বুঝলনা উনি কি অন্তঃস্হ করলেন ! অবস্হা সেরকমই !
229909
০৩ জুন ২০১৪ দুপুর ১২:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দ্বিন ও দুনিয়ার জন্য ভিন্ন শিক্ষা থাকার তো কথা নয়। একদল দ্বিনের নামে ব্যবসা করছে আরেকদল দুনিয়ার নামে। এই হইল অবস্থা।
০৪ জুন ২০১৪ সকাল ০৫:৩৪
177018
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ব্যবসাতো করবেই তা হালাল হোক আর হারাম । কারন ব্যবসাতে অনেক বরকত ও রিজিক রয়েছে তা হক পথে হোক আর অসৎ ।
230108
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:২০
নূর আল আমিন লিখেছেন : একজন আলেম একটা সমাজের স্বাসনকর্তা তারাই যদি এরকম করে দেশে তো নাস্তিক জন্মাবেই
০৪ জুন ২০১৪ সকাল ০৫:৩৭
177020
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আবার এই নাস্তিকদের কারনে আল্লামারাসহ অনলাইন একটিভিস্ট বনে গিয়েছেন !
আল্লামারা অরাজনৈতিক হলে কি আর করা !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File