খালেদা কথা রাখেনি
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৩ জুন, ২০১৪, ১০:৫১:০০ সকাল
প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার ছায়া অবলম্বনে ‘খালেদা কথা রাখেনি’ কবিতাটি রচিত। ছাত্র থাকাকালীন অবস্থায় ১৯৯৪ সালের এপ্রিল মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রেক্ষাপটে এটি রচনা করা হয়। বিএনপি তখন রাষ্ট্রীয় ক্ষমতায়। এমতাবস্থায় শাসক দলের চেয়ারপার্সন তথা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীকে নিয়ে এ ধরনের কবিতা লেখা অনেকটা ছিল দুঃসাহসের বিষয়। কবিতাটি হুবহু স্ক্যান করে ব্লগের প্রিয় ভাই-বোনদের জন্য উপস্থাপন করা হলো। (দ্র : কবিতাটিতে আমার পূর্ণ নাম ব্যবহার করা হয়েছে)
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ ২০ বছর পার হয়ে গেছে। যুগ বদলিয়েছে। মানুষ বদলিয়েছে, কিন্তু একজন মানুষ নামের অমানুষের খাসলত ও চরিত্র বদলাইনি। সে ক্ষেমতার চেয়ারে বসে তার ভিত্রের লুকায়িত হিংস্র ধানবটির কুৎসিত দন্তগুলোকে আরো ধারালো করেছে। কেউ কথা বললেই শুনা তো পরের কথা। কথা বলার অপরাধে তাকে গুম হতে হয়। গায়েব হয়ে যায় মানুষ। নদীর তলদেশে সলিল সমাধি হয় কথা বলার মানুষের লাশ।
ভাল্লাক্সে চালিয়ে যা
ন
মন্তব্য করতে লগইন করুন