ছানার বড়া
লিখেছেন লিখেছেন জোনাকি ২৩ মে, ২০১৪, ০৮:০৬:২৯ রাত
কার গড়া তুই ছানার বড়া?
রসের পুলি ক্ষিরে ভরা!
নাচের পাখি পেখম তোলা।
সোনার মালা উনিশ তোলা।
তোর চুমাতে ঠোটটা রাঙাই
মেঘ ঝুরঝুর মানটা ভাঙাই।
তোর ছোঁয়াতে মনটা হারাই।
নীল গুনগুন আগুন মাড়াই।
তোর হাসিতে সুপার নোভায়
আলো ফোটে তারার শোভায়।
বিষয়: সাহিত্য
১৪৯১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
আর কতো ক্যারট? গুগুলিয়ন..
পিঠা বানানার সময় কই?
ছানার বড়া না খেলে জীবন হবে মিছে
খাওয়ার দৌড়ে এগিয়ে যাব, থাকবে সবাই পিছে...
বউ আসলে ছানাপোনা নিয়ে ছানার বড়া খায়েন।
আসল ছানার বড়া রেসিপি দেখে বানিয়ে ফেলুন---
এর পর হাফুস হাফুস খেয়ে ফেলেন--
আমি আপনার মত এত জ্ঞানী গুনি না ।পরিচিত@
মন্তব্য করতে লগইন করুন