নরেন্দ্র মোদির সাথে বন্ধু দেশের প্রধানের ফোনআলাপ Love Struck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ মে, ২০১৪, ০৭:৫৯:১১ সন্ধ্যা



বন্ধু দেশের প্রধান : শুভেচ্ছা গ্রহণ করুন দাদা।

নরেন্দ্র মোদি : ধন্যবাদ।

বন্ধু দেশের প্রধান : দাদা কেমন আছেন ?

নরেন্দ্র মোদি : অনেক অনেক ভালো ,আপনি কেমন আছেন ?

বন্ধু দেশের প্রধান : ভালো আছি ,দাদা আপনার জন্য আমার দেশে ‘দ্বিতীয় ঘর’( আপনি শুধু ভারতের না আমাদের ও প্রধানমন্ত্রী ) তৈরী হচ্ছে ।

নরেন্দ্র মোদি : কি যে বল ছোট্র বেলা একটা করেছিলাম বিয়ে ওরে এখনো ঘরে আনতে পারিনি।এখন এই বয়সে আবার ??( লজ্জা জড়িত কন্ঠে )

বন্ধু দেশের প্রধান : আমি সেটা বলিনি দাদা আমি বলেছিলাম আপনি যা চাইবেন আপনার এই ঘর থেকে তা দেওয়া হবে শধু আপনি আমার দিকে একটু লক্ষ্য রাখবেন।

নরেন্দ্র মোদি : এই কথা ? কিন্তু আমি জানতাম গান্ধী পরিবার আপনার দেখবাল করে। তাছাড়া আমি আপনার দেশে যেতে পারব না।

বন্ধু দেশের প্রধান : কি বলেন দাদা (লজ্জিত হাসি দিয়ে ) কেন আসতে পারবেন না ?

নরেন্দ্র মোদি : গুমের ভয়ে ,যে হারে আপনার দেশে গুম হচ্ছে সর্বস্থরের জনগণ সেখানে আমাকে গুম করা হবে না সেই গ্যারান্টি কোথায় ?

বন্ধু দেশের প্রধান : আপনি এ নিয়ে চিন্তা করবেন না আমি আছি।

নরেন্দ্র মোদি : ঠিক আছে আমি আপনার কথা মাথায় রাখলাম।

বন্ধু দেশের প্রধান : দাদা একটা কথা না বলে পারতেছি ,আপনি কেন ওই বিএনপি জামায়াতের অভিনন্দন গ্রহণ করলেন ?

নরেন্দ্র মোদি : দেখেন ইটা হলো রাজনীতি ,রাজনৈতিক দল হিসেবে অভিনন্দন জানিয়েছে গ্রহণ করলে সমস্যা কি ?

বন্ধু দেশের প্রধান : দাদা আমি বলছিলাম আমি যেমনটা সোনিয়া বান্ধবী সব দিয়েছি কিছু আনিনি আপনাকে ও সব দেব তবু আপনি আমার দিকে লক্ষ্য রাখবেন

নরেন্দ্র মোদি : এই আসলা জায়গায় এবার আমি ও অপেক্ষায় আছি তোমার ভারত নীতির দিকে থাকিয়ে তুমি যেমনটা আচরণ করবে আমি তেমনটা করতে প্রস্তুত।

বন্ধু দেশের প্রধান : দাদা আপনি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন। আর দাদা আপনাকে ইলিশ মাছ খাওয়ার নিমন্ত্রণ।

নরেন্দ্র মোদি : ইলিশ মাছ তুমি মনমোহন কে দিয়েছ আমি তা খাব না।

বন্ধু দেশের প্রধান :দাদা আপনি কি খাবেন ?

নরেন্দ্র মোদি :আমি আসলে খাওয়া দাওয়া বেশি পছন্দ করিনা ,তবে এই তিস্তা চুক্তির বিষয় ও জালানি তেলের বিষয়টা আমার সিদ্ধান্তে ছেড়ে দিলে চলবে।

বন্ধু দেশের প্রধান : দাদা সেটা সরাসরি সাক্ষাত হলে আলোচনা হবে।

নরেন্দ্র মোদি : তাহলে আজ ভালো থাকেন।

বন্ধু দেশের প্রধান : ওকে দাদা ভালো থাকেন।

( বাস্তবতার সাথে মিল রেখে তৈরী করেছি )

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225154
২৩ মে ২০১৪ রাত ০৮:১১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বানাইলেন নাকি?
২৩ মে ২০১৪ রাত ০৮:২৭
172316
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাস্তবতার সাথে মিল রেখে তৈরী করেছি
225156
২৩ মে ২০১৪ রাত ০৮:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : বাহ বাহ দারুণ করে সাজিয়েছেন। আপনার মাথায় কিছু আছে বৈকি।
২৩ মে ২০১৪ রাত ০৮:২৭
172317
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাস্তবতার সাথে মিল রেখে তৈরী করেছি , অনেক ধন্যবাদGood Luck Good Luck
225157
২৩ মে ২০১৪ রাত ০৮:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১১০০% সঠিক
২৩ মে ২০১৪ রাত ০৮:৪৬
172325
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
225192
২৩ মে ২০১৪ রাত ১০:০৯
ভিশু লিখেছেন : ইলিশ মাছের সাথে ফেনীর স্পেশাল ধীমানভূনাও একটু চেখে যাবেন কিন্তু দাদা!
২৪ মে ২০১৪ রাত ১২:৩০
172381
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দাদার সাথে অনেক আলাপ হইছে কিন্তু এখানে বলা যাবে না Tongue
225202
২৩ মে ২০১৪ রাত ১০:৩২
পাহারা লিখেছেন : আপনাকে খুজছে সরকার।
২৪ মে ২০১৪ রাত ১২:৩১
172382
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খোজে কি করবে ভাই গুম করবে নাকি ?
২৫ মে ২০১৪ রাত ০১:৪১
172799
পাহারা লিখেছেন : মনে হয়।
২৫ মে ২০১৪ রাত ০১:৪২
172800
পাহারা লিখেছেন : ইন্টারপুলে আপনার ছবি দেখেছি।
২৫ মে ২০১৪ রাত ০১:৫৬
172802
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহহাহাহা
২৫ মে ২০১৪ রাত ০২:১৭
172805
পাহারা লিখেছেন : পুলিশ খুজতেছে আর আপনি হাসতেছেন।
২৫ মে ২০১৪ রাত ০২:৩১
172816
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying Crying
225211
২৩ মে ২০১৪ রাত ১১:২১
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
২৪ মে ২০১৪ রাত ১২:৩১
172383
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ও ধন্যবাদ Good Luck Good Luck
225257
২৪ মে ২০১৪ রাত ০২:৩৯
সবুজেরসিড়ি লিখেছেন : বা সুন্দর লিখেছেন কল্পনাতে বাস্তবতার ছবি . . . .
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৫৫
172589
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
225391
২৪ মে ২০১৪ দুপুর ১২:৪৫
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৫৫
172590
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
225583
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
আমি মুসাফির লিখেছেন : আমাদের উনি তো সব কিছু দেবার জন্য এক পায়ে খাড়া শুধু আশ্বাস পেলে হলো যে তার ক্ষমতা যেন না যায় ।
সুন্দর কথোপকথন । ধন্যবাদ।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
172622
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যাবদ
১০
225959
২৫ মে ২০১৪ দুপুর ০২:০৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বন্ধু দেশের প্রধান না বলে সরাসরি হাসিনা বললে আরো ভাল হত
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
173067
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বন্ধু দেশের প্রধান হাসিনা নয়তো কি নেওয়াজ শরিফ নাকি ?
১১
226106
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
ইবনে আহমাদ লিখেছেন : বন্ধু দেশের প্রধানমন্ত্রী তাই একটু বেশী হল। সুন্দর হয়েছে। ভাল লেগেছে।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১২
173097
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বন্ধু বলে কথা সব দিয়ে দেবে কিন্তু কিছু চাইবে না
১২
254658
১৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
198418
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই আপনি কষ্ট করে আগের লিখা গুলো পড়ে আমার অনেক আগ্রহহ দিচ্ছেন বেশি করে লিখতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File