মামদোভুত
লিখেছেন লিখেছেন জোনাকি ০৭ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:৫৩ সকাল
মামদোভুতের নৃত্য, জ্বলছে আমার পিত্ত।
যাচ্ছে এ মন ডুবে অনিশ্চিতের কুপে।
করছে যে ভনভন মশারই মতন।
‘থাপ্পড়ে’ কয় মন ‘কতল করিক্ষণ’।
পরিক্ষার ঐ খাতা, এরিজোনার মরু
হয়কিনাহয় সে ভয়ে মন কাঁপে দুরুদুরু।
তবুও কেন ধুরু! কুঁচিয়ে আমার ভুরু।
সিরিয়ালের ঠোংগা পড়ি।
ফেসবুকের ঐ পোঙ্গা পড়ি।
আবর্জনাও অতি মনোযোগে শুঁকি।
জাগল রত জোকার? নাকি অবুঝ কোন খুকি?
তারপরে যাই রেগে, উঠি আমি জেগে।
ইবলিস থরথর! আমার ফোকাস দেখে।
চুল ছিড়ে আর কাঁদে, কয় খালি আফসোসে
এই মেয়েরে রাগিয়ে দেয়া কত্ত বোকামিযে!
ফেরেশতারা নামে, এহেন গলদ্ঘামে,
পাখায় বাতাস করে, নাপায় যেন জ্ব্ররে।
সেকেন্ড, মিনিট ঘন্টা, পড়ি দিয়ে মন্টা।
পড়ি বসেসুয়ে, মামদোবাজী থুয়ে।
পরিক্ষাটা এলে, ভুতটা পাখা মেলে।
ইস্টি হয়ে আসে, মিষ্টি দইয়ে হাসে।
সাজে প্রাণের সৈ, পর হয়ে যায় বই।
ইচিংবিচিং চিটিংখেলে, দুঃখ কারে কই?
ভুতটা এলে নো-বিলম্ব, ছুটিয়ে দিবি ওর ধম্ম।
টুটিয়ে দিবি ঠ্যং, ল্যাং মেরে এক ল্যাং।
বিষয়: সাহিত্য
১১৫৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত্তগুলো ধন্যবাদ।
মিষ্টি ভূত আছে?!
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন