আমার বদমেজাজী বাবা
লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ০৭ এপ্রিল, ২০১৪, ০২:২২:৫৯ দুপুর
সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা ভীষন রাগী, সহজ কথায় বদমেজাজী l কখনোই মনে হয়নি তিনি আমাকে ভালোবাসেন l যদিও আমাদের ভরন-পোষনের ক্ষেত্রে তিনি কোনরূপ অবহেলা করতেননা l একজন কর্তব্যনিষ্ঠ পিতা হিসেবে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই l কিন্তু সেটা হলো বাহ্যিক ব্যাপার, তাতে মনতো আর ভরেনা l মাঝে-মধ্যেই বিভিন্ন কারনে হুমকি-ধমকী খেয়ে দিনে দিনে আমার ধারনা আরও পাকাপোক্ত হয়েছিল তিনি আমাকে ভালোবাসেননা l
কিন্তু একদিনের এক ঘটনায় আমার এ বদরাগী বাবার আরেকরূপ দেখে মোহিত হয়ে গেলাম l এসএসসি পরীক্ষার কোন এক দিনে বাবা আমাকে তার সাইকেলে নিয়ে কেন্দ্রে পৌঁছে দিলেন l সাইকেল থেকে নেমে বিদায় নিতে গিয়ে দেখি আমার এডমিট কার্ডটি ভুলে বাসায় ফেলে এসেছি……….ভয়ে শরীর হিম হয়ে এলো, গলা শুকিয়ে কাঠ...............পরীক্ষা শুরু হতে বাকি আছে ১৫/১৬ মিনিট l কোন রকমে ঢোক গিলে মিনমিনিয়ে বললাম, এডমিট বাসায় রেখে এসেছি l ভয়ে চোখ বন্ধ করে ফেললাম প্রত্যাশিত বজ্রপাতের আশংকায় l কিন্তু কিছুই হলোনা l চোখ খুলে দেখি বাবা নেই l দূরে চেয়ে দেখি বাবা আমায় দাঁড়িয়ে থাকতে ইশারা করতে করতে ঊর্ধশ্বাসে সাইকেল ছুটিয়ে চলেছেন l বাড়ি থেকে আমার পরীক্ষা কেন্দ্র কম হলেও সাত কিলোমিটার................এমনিতেই অফিস আওয়ার.........তার ওপর পরীক্ষার জন্যে বাড়তি জ্যাম..............শহরের মধ্যে এতটা পথ যেতে আসতে কি অবস্থা হবে ভাবতেই পারছিলাম না কিছু l
চতুর্মুখী টেনশনে আমি নাজেহাল, সেই সাথে প্রাপ্য ঝাড়ির শংকা........সময় গড়িয়ে যাচ্ছে পল পল করে l এক সময় বাবা ফিরে এলেন, আমার মনে হলো তিনি ঘন্টা পার করে এলেন l ঘড়িতে দেখি মাত্র ১০:০৫ বাজে; বাবার ঘর্মাক্ত, ক্লান্ত চেহারার দিকে তাকাতে পারছিলামনা । উনি আমাকে বকলেননা শুধু এডমিট কার্ডটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, যাও বেশি দেরী হয়নি, ভাল করে পরীক্ষা দিও, আর দুপুরে আমি না আসতে পারলে অফিসের গাড়িতে চলে যেও (এমপ্লয়ীর সন্তানদের পরীক্ষার সময় পানি উন্নয়ন বোর্ড বিশেষ গাড়ির ব্যবস্থা রেখেছিল, কিন্তু তখনতো আর বুঝিনি বাবা ভালোবাসার আতিশয্যে কষ্ট করে সাইকেল ঠেলে আমায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতেন)l
আসলে আমাদের বাবা-মায়েরা আমাদের কতটা ভালোবাসেন আমরা কখনই তা পরিমাপ করতে পারিনা । এখন ঢাকায় থাকি, বাবা প্রতিদিন দুপুরে খোঁজ নেন খেয়েছি কিনা বা কখন খাব (বাবা জানেন আমি খাবার ব্যাপারে চরম উদাসীন)l তোমায় অনেক মিস করি বাবা-অনেক ভালোবাসি তোমায় l আর তোমায় বদমেজাজী ভেবে যে পাপ করেছি তা মাফ করে দিও
বিষয়: Contest_father
১৪৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখাটা ভালো লেগেছে ।
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন