পেশা-ই কি আমাদের পরিচয়?

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২৪ মে, ২০১৪, ০২:১১:০৪ দুপুর

রিং.....................

জনৈক গ্রাহকের ফোন

হ্যালো, আমি......প্রজেক্টের ডাক্তার সাহেব বলছি, একটু ইন্জিনিয়র জাকির সাহেবকে চাচ্ছি।

জ্বী, জাকির বলছি, বলুন কি করতে পারি?

না, মানে ইন্জিনিয়র জাকিরের সাথে কথা বলতে চাই।

আমি-ই জাকির, বলুন প্লিজ।

আপনার নাম-ই ইন্জিনিয়ার জাকির?

জ্বী না, আমার নাম ইন্জিনিয়র জাকির না, শুধু জাকির, ইন্জিনিয়ারিং আমার পেশা।

কেমন সন্দেহ লাগছে, আপনার পেশা ইন্জিনিয়ারিং অথচ নাম ইন্জিনিয়ার জাকির না..............আপনি ওরিজিনাল ইন্জিনিয়ারতো?

অবশ্যই, বাংলাদেশ সরকার আমায় সার্টিফিকেট দিয়েছে.......... আর আমি আমার পিতৃদত্ত নামে পরিচিত হতে চাই, পেশা দিয়ে নয়।

থামেন, থামেন, সার্টিফিকেট বহুত কিনতে পাওয়া যায়, আপনি ভূয়া বলে নামের আগে লিখতে চান না....

এজ ইউ লাইক, মেক ইউর ডিসিশান......

.

.

.

কি অদ্ভুত দেশে বাস করি আমরা, যে মানুষটা জুতা সেলায় করে তাকে কি মুচি রফিক বলে ডাকব, অথবা ক্ষেতে কাজ করা লোকটিকে চাষা আবুল বলব?

মানুষের চরিত্রের, জ্ঞানের কোন দাম নেই আজ ...............দাম শুধু টাকা আর টাকার।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225456
২৪ মে ২০১৪ দুপুর ০২:২৯
বিন হারুন লিখেছেন : একবার হজ্ব করলে নামের আগে হাজি লাগায়. শতবার নামাজ পড়ার পরও নামের আগে নামাজি লাগায় না. Rose আজব কারবার
২৪ মে ২০১৪ বিকাল ০৪:২০
172568
জাকির হোসেন খালেদ লিখেছেন : আসলেই আজব
225481
২৪ মে ২০১৪ দুপুর ০৩:৩২
পুস্পিতা লিখেছেন : এত কঠোর হওয়ার প্রয়োজন কারো নেই। কেউ পেশা দিয়ে কারো নাম বলতে চাইলে যেমন বলতে পারে, কেউ পেশা ছাড়া নাম ব্যবহার করতে চাইলেও তা পারে। এখানে তেমন কঠোরতার প্রয়োজন নেই। তবে একই জায়গায় একই নামে কয়েকজন থাকলে সেখানে মনে হয় পেশা বা অন্যকোন পরিচয় দিয়ে আইডেন্টিফাই করে।
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
172585
জাকির হোসেন খালেদ লিখেছেন : Smug Smug Smug
225492
২৪ মে ২০১৪ দুপুর ০৩:৪৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পুষ্পিতার আপুর সাথে সহমত। কাউকে অতি দ্রুত চিনতে নামের আগে বা পরে এসব টাইটেল যুক্ত করতে পারে।
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
172586
জাকির হোসেন খালেদ লিখেছেন : Smug Smug Smug
225607
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাবতিসি আমার নামের আগে নামাজি লাগাব...
২৫ মে ২০১৪ সকাল ০৯:৫৮
172861
জাকির হোসেন খালেদ লিখেছেন : Love Struck Love Struck
225721
২৪ মে ২০১৪ রাত ১০:৪৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর বলেছেন । ধন্যবাদ ।
২৫ মে ২০১৪ সকাল ০৯:৫৮
172862
জাকির হোসেন খালেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
226029
২৫ মে ২০১৪ বিকাল ০৪:১২
ইবনে আহমাদ লিখেছেন : হয় আপনার সাথে ফাইজলামী করেছে। নতুবা আপনি অতিরিক্ত রেগে ছিলেন।
পরিচয় মানুষের নামে ই হয়। আবার অনেক সময় পেশা হয়ে যায় নামের অংশ।
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৪২
176688
জাকির হোসেন খালেদ লিখেছেন : Happy
227254
২৮ মে ২০১৪ সকাল ০৭:২৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যারা এভাবে পরিচয় দেন তারা মূলত ভুঁইফোঁড় টাইপের লোকজন,এটা ছাড়া তাদের পরিচয় দেয়ার মত আর কিছু নেই, তাই এর বাইরে তারা ভাবতে পারেননা।
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৪২
176687
জাকির হোসেন খালেদ লিখেছেন : Happy
229190
০১ জুন ২০১৪ রাত ০৮:১৭
মাটিরলাঠি লিখেছেন : ভাই জাকির এত কোঠর হবার দরকার ছিল না। আপনার উপস্থাপনায় উনি গুলিয়ে ফেলেছেন মনে হয়, যার ফলে উনি আপনার কথার উপর আস্থা রাখতে পারেন নাই। পেশা প্রয়োজনের তাগেদে নামের অংশ হতেই পারে।
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৪৩
176691
জাকির হোসেন খালেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File