হটাও বুলশীট

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ১২ মার্চ, ২০১৪, ০৩:৩৬:২০ দুপুর



আমাদের সমাজে এক প্রজাতির মানুষ দেখা যায় (প্রজাতি বললাম তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারনে) যারা নিজেদের বিষয়ে খুব বাগাড়ম্বর করে l আর এদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সমাজের প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যাক্তিদের সাথে তাদের সম্পর্ক বিষয়ক l সাধারনতঃ আমরা এদের চাপাবাজ বলে থাকি l এরা বিভিন্ন উদ্দ্যেশ্য নিয়ে চাপাবাজি করে বেড়ায় - কারু উদ্দ্যেশ্য থাকে অন্যদের মাঝে নিজেকে গুরুত্ববহ হিসেবে তুলে ধরে সমপর্যায়ে বা উপরে নিয়ে যাবার চেষ্টা l কারু থাকে শুধুমাত্র অন্যের প্রশংসা বা তোষামোদ আদায় l আরেকটা শ্রেনী আছে যারা নিজেদের ব্যাক্তিগত চাহিদা মেটানর স্বার্থে এ পন্থা অবলম্বন করে - আমাদের দেশে সাধারন মানুষ এমনিতেই বিনয়ী, তার উপর কারু উপরমহলে ঘনিষ্ঠতার ব্যাপারে অবগত হলে দূর্বল মানসিকতার কারনে আরো নুয়ে পড়ে l সংগত কারনে চাপাবাজটি অনাকাংক্ষিত আপ্যায়ন পায় আর সেটির সুযোগ নিতে নিত্য-নতুন কাহিনী রচনা করে চলে l চাপাবাজ বেশি ধান্দাবাজ হলে এমন পরিস্থিতি তৈরি করে যেন তার বিশাল বিত্ত আছে কিন্তু হঠাত্ এমন সংকটে পড়েছে যে সেসময় অসহায় অবস্থায় আছে...............আর এভাবে টাকা হাতিয়ে নেয় l অনেক সময় চাকুরি বা ব্যবসার কথা বলেও টাকা কামাই করে l

আমরা যদি একটু সচেতন থাকি তাহলে এদের ছোবল থেকে অনায়াসে বাঁচতে পারি l

প্রথমতঃ এদের চিনতে হবে - চেনা খুব সহজ l একটা বাংলা প্রবাদ মনে রাখলেই হবে "অতি ভক্তি চোরের লক্ষন", কেননা এরা অত্যধিক বিনয়ী হয়ে থাকে l

দ্বিতীয়তঃ আমাদের লোভ সংবরন করতে হবে l একটু চিন্তা করুনতো, মানুষ কি বড়লোকদের এজন্যে তোয়াজ করে যে তারা তাদের পেছনে খুব খরচ করে ? বরং বড়লোকদের পিছনেই উল্টো খরচ হয় l এর কারন হলো অবচেতন মনের লোভ l যদি এভাবে চিন্তা করি, কোন একজনের যদি অনেক মন্ত্রী-এমপি, সচিব বা অন্যান্য হোমড়া-চোমড়া লোকদের সাথে ভাব থাকেও তাতে আমার কী ? অবচেতন থেকে 'ভবিষ্যতে হইলেও হতে পারে কিছু' জাতিয় প্রলোভন আসা ছাড়া আর কিছু হবেনা l

আমরা একটু সুস্থিরভাবে চিন্তা করে চলতে পারলে 'যা যাওয়ার তা গিয়েছে' বলে মনকে প্রবোধ দিতে হবেনা l

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191280
১২ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
সজল আহমেদ লিখেছেন : খারাপ লাগল না।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
142479
জাকির হোসেন খালেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File