শেখ হাসিনাঃ একজন সফল রাজনীতিক, কিন্তু মানুষ হিসেবে........?
লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২৭ মার্চ, ২০১৪, ০৪:৩৬:৪১ বিকাল
উপমহাদেশের গোলযোগপূর্ন রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকা এবং রাষ্ট্রক্ষমতার শীর্ষে আরোহন করা যেমন দুরূহ তেমনি চমকপ্রদ l মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুরূহ কাজটি তার মেধা, অভিজ্ঞতা আর রাজনৈতিক কৌশলের সাহায্যে খুব সুচারুভাবে সম্পন্ন করেছেন l সেই সাথে তিনি প্রতিদ্বন্দীদের দেখিয়ে দিয়েছেন রাজনীতি কত প্রকার ও কি কি l একজন পরিপক্ক রাজনীতিকের যে সকল দূরদৃষ্টি থাকা প্রয়োজন তার সবটুকু হয়ত তার নেই কিন্তু উপস্থিত সমাধানের জন্য যা কিছু দরকার তা দেখানর মত যোগ্যতা শেখ হাসিনা রাখেন - এই হিসেবে তাকে একজন দক্ষ 'ক্রাইসিস ম্যানেজার' বলা যায় l
ভারত-বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে রাজনীতির যে প্যাটার্ন দেখা যায়, তাতে নীতির খুব একটা বালাই নেই বরং প্রতিপক্ষকে যেন তেন উপায়ে ধরাশায়ী করতে পারার মধ্যেই প্রকৃত বিজয় নিহিত l এ হেন কান্ডে শেখ হাসিনার জুড়ি মেলা ভার l আমাদের চলমান রাজনীতির যে সকল অবসম্ভাবী উপাদান আছে যেমনঃ দূর্বার আন্দোলন, অবিরাম প্রচারনা, বিরোধী মতের বিপক্ষ প্রপাগান্ডা, গন-প্রসাশনে নিজস্ব লোক নিয়োগ এমন কি ভিন্নমত দমনে কঠোরতা সব কিছুতেই তার ব্যবস্থাপনা সফল l অর্থাত বাংলাদেশি মানে একজন পরিপূর্ন ও সফল রাজনীতির প্রতিচ্ছবি হলেন শেখ হাসিনা l আর তারই পরিনামে তিনি এখন তৃতীয়বারের মত দেশের সর্বোচ্চ পর্যায়ে আসীন l
দেশের সর্বোচ্চ পর্যায়ে আর কোটি মানুষের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকলেও তিনি তার স্বভাবগত বালখিল্যতা কখনই এড়িয়ে চলতে চাননা l মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই গ্রন্থে বা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ক বই এর উল্লেখ এখানে অর্থহীন কেননা সেগুলি ছিল লোকচক্ষুর অন্তড়ালে তার ব্যাক্তিক আচরন l কিন্তু তার সামাজিক জীবনে যার প্রকাশ ঘটে সেগুলি মানুষ অবশ্যই আলাপ করবে l রাজনীতিতে আগমনের অব্যবহিত পরেই ছিয়াশির নির্বাচনে তার ইউ টার্ন বিশ্বাসঘাতকতা হিসেবে পরিগনিত হয় এবং ব্যাক্তি হিসেবে তার ইমেজ ম্লান হয় l ধর্মীয় অনুসংগের ব্যাপারে বিভিন্ন সময়ে তার ভিন্ন ভিন্ন অবস্থান ও আবরন, বিরোধী পক্ষের চরিত্র হননমূলক নানান বিবৃতি, গোলযোগের মুহুর্তে সুবিধাবাদি অবস্থান গ্রহন তাকে চরম বিতর্কিত করেছে l কথা বলার ব্যাপারে যে তিনি সাবধান না এ বিষয়ে প্রায় সবাই একমত l দুঃখজনক হলেও সত্যি তার মত এতটা সমালোচনা বাংলাদেশের আর কোন রাজনীতিককে নিয়ে হয়নি l
মানুষের আবেগ যখন স্তিমিত হয়ে আসে তারপরেই ইতিহাস লিপিবদ্ধ হয় - সেই ইতিহাসে শেখ হাসিনার নাম মানুষ হিসেবে কিভাবে অংকিত হবে সেটা আগামীই বলে দিবে l
বিষয়: রাজনীতি
১৪৫৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
- দুনিয়াবী স্বার্থ লুটেরাদের মত আদায় করছে।
- অন্ধ মোহে কেবলা বাবার দরগাহে শিরনী খাওয়ার লোভে ...
শেখ হাসিনাদের ইতিহাস নোংরামীর ইতিহাস।
মন্তব্য করতে লগইন করুন