RoseRoseদেখে এলাম নবীর দেশঃছবি ব্লগ-০১RoseRose ((হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা। এর বাড়ীতে))

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৭ মার্চ, ২০১৪, ০৫:২৪:০৭ বিকাল



টুডে ব্লগের নিয়মিত ব্লগারদের সকলেই লক্ষ করেছিলেন যে এই আধা শিক্ষিত মানুষ মধ্যপ্রাচ্যের কাতার থেকে সড়ক পথে সৌদী আরব গমন করেছিলাম উমরাহ পালনের জন্য। এজন্য উমরাহ বিষয়ক পড়াশোনা নিয়ে "একজন উমরাহ যাত্রীর জন্য প্রয়োজন” শিরোনামে ৮পর্বের একটি লিখা ছিল টুডে ব্লগে। যারা সেই সময়ে পড়তে পারেননি তা শিরোনামেক্লিক করে সুযোগ নিতে পারেন।

এই মুহুর্তে আধা শিক্ষিত মানুষ সৌদী আরবে নয়-কাতারে। কাতারে থাকলেও আধা শিক্ষিত মানুষের মোবাইলের মেমরীতে রয়েছে নবীর দেশের নানাবিধা হৃদয়কাড়া চিত্র। ছবি গুলোর শ্রেণী বিন্যাস, স্থায়িত্ব প্রদান আর ব্লগারদের সাথে শেয়ার করার মানসে আজ প্রকাশ করলাম প্রথম পর্বঃ

Roseশিরোনামঃ নবীর দেশে হযরত আব্দুল্লাহ বিন উমর রাঃ এর বাড়ীতেRose

পাহাড়ের উপরে দেখা যাচ্ছে যে বাড়ীটি-ওটার মালিক ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রা. এর পুত্র হযরত আব্দুল্লাহ বিন উমর রা.।





আরো কাছে থেকে দেখুন বাড়ীটিকেঃ




বাড়ীর পাদদেশে হযরত উমরা রা. এর পুত্র হযরত আব্দুল্লাহ বিন উমর রা. এর কবরঃ





কাছে থেকে দেখা হযরত আব্দুল্লাহ বিন উমরের কবরঃ



আমরা যখন হযরত আব্দুল্লাহ বিন উমরা রা. বাড়ী আর ঐ এলাকা নিয়ে ব্যস্ত তখন সাথে ছিলেন সুপ্রিয় জুবায়ের আবরার। অত্যন্ত ভালমানুষটির জন্য একরাশ ভালবাসা। (ডানে থেকে দ্বিতীয়)



বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198785
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : পরেরটার জন্য অপেক্ষায়........।
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৩
148979
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : পরেরটা। ওটাও পাকেস। অনেক ধন্যবাদ।
198826
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
শেখের পোলা লিখেছেন : মাত্র এই টুকু?
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৩
148980
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : অল্প অল্প করে অনেক কিছু ইনশাআল্লাহ।
198829
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
সিটিজি৪বিডি লিখেছেন : ভাল লাগল। আরো ছবিসহ পোষ্ট চাই। হে আল্লাহ আমাদের সবাইকে হ্জ্জ পালন করার তৌফিক দান করুন।
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৩
148981
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমীন।
198859
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
আবু জারীর লিখেছেন : নবীর দেশে এলেন যে দেশে আমার আবস্থান কিন্তু দেখা হল না আফসোস। আমার ছোট ভাইয়ের নাম্বার দেয়েছিলাম কিন্তু আপনার আসার পূর্বেই সে দেশে চলে গেছে। ব্লগার ইবনে আহমদের নাম্বার দেয়েছিলাম, যোগাযোগ হয়েছে কিনা জানিনা। আমার নাম্বার আপনার কাছে ছিল কিন্তু ফোন পাইনি। স্কাইপিতে মেসেজ দেয়েছিলাম তা পেয়েছেন কিনা জানিনা। আমি নিজ স্টেশান থেকে দূরে ছিলাম এবং ব্যাস্ত ছিলাম সব মিলিয়ে দেখাতো দূরের কথা ফোনেও আলাপ হয়নি। আহশ্য আমার কাছে আপনার সৌদির নাম্বার ছিলনা। এখন কেমন যেন নিজেকে আপরাধী মনে হচ্ছে।
ভালো থাকুন।
ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
148761
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সত্যি কথা বলতে কি-আপনাকে বিরক্ত করতে চাইনি। কিন্তু আপনার সহযোগিতাকে কাজে লাগাতে চেয়েছি। ইবনে আহমদের একদম কাছে থেকে চলে এসেছি-দেখা হয়নি। কিন্তু উনি সহযোগিতা করেছেন।
এমন একটা পথ দিয়ে চলি, যে পথে চলার কারণে পথের মালিক যাত্রা সহজ করে দেন। তাই আবু জারীরদের মতো অনেককে পেয়েছিলাম। তাই ফিরে এসে মুগ্ধ হওয়ার কথা লিখেছিলাম।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2624/mnibwch/40851#.UzQofaJdb4Y
198872
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অসম্ভব ভালো লাগলো। Rose Rose Rose
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
148982
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সরাসরি দেখে আসলে আরো ভাল লাগবে।
198881
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
148983
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
198900
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
আবু আশফাক লিখেছেন : -
না এখানে কোনো তরুলতা জন্মায়
না ফুল পুষ্প খেলাধুলা করে
তবে আসমানও অবণত হয়ে
এই ভূমিকে চুম্বন করে.....

দুআ চাই সেই পূণ্যভূমিতে যাওয়ার যেন তাওফিক দেন মহান আল্লাহ তায়ালা।
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
148984
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : দোয়া রইল। আল্লাহ কবুল করুন।
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:২১
149273
আবু আশফাক লিখেছেন : আমিন।
198937
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
ফেরারী মন লিখেছেন : আমিও একসময় হজে যাবো
নবীজীর রওজায় সালাম দিবো
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৫
148985
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তখন অন্য রকম লাগবে।
তখন কিন্তু এই কাজল ঘেরা চোখ নিয়ে গেলে নবীজি নারাজ হবেন।
200580
৩১ মার্চ ২০১৪ রাত ০৪:২৭
সাদাচোখে লিখেছেন : আল্লাহ আপনার কাজকে কবুল করুন এবং আপনার মাধ্যমে অন্যদের উৎসাহিত করুন। ছবির সাথে যদি দুই একটা এক্সট্রা কথা লিখতেন - তবে আমাদের মত সাধারনের মন আর একটু ভরতো। ধন্যবাদ।
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:২৩
150659
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ১. এক্সটা কথা লিখার যোগ্যতা থাকতে হবে।
২. যদি ইচ্ছা থাকে এই বিষয়ে বিকল্প আরেকটি পোষ্ট লিখতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File