পোলাপাইন শিক্ষিত হইতাছে আর এক একটা উচ্চ মাপের বেয়াদব হইতাছে

লিখেছেন লিখেছেন ওয়াহিদ রাসেল ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:৫৫:৩৬ সকাল

"রিসার্চ অফ জাপান" নামে একটা ফিচার পড়ছিলাম উইকিপিডিয়া তে। সেখানে তাদের স্কুলের নিয়ম-কানুনের মধ্যে দেখলাম একটি অভিনব কায়দা!

"জাপানের স্কুল গুলোতে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয় না। ১০ বছরের আগে বাচ্চাদের পরীক্ষা নেওয়া জাপানের নিয়মানুযায়ী অবৈধ!"

তাঁরা মনে করে ১০ বছর বয়সের আগে বাচ্চাদের নৈতিক শিক্ষা/আঁচার-আচরণ/ভদ্রতা/শিষ্টাচার শেখার সময়। এ সময়টা তাঁর জ্ঞান যাচাই এর না।

তাদের মূল লক্ষ্য-- "Manners is first then knowledge is next"

এই জন্যই তো বলি জাপানিরা এত ভদ্র হয় কেন ......

আর আমাদের দেশে অশিক্ষিতদের চেয়ে শিক্ষিতরা বেশি বেয়াদব

আমি মনে করি বাংলাদেশেরে ও উচিৎ শিক্ষার মূল লক্ষ্য এটি হওয়া। শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপার টা একটু ভেবে দেখার জন্য।

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203687
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৫
রাইয়ান লিখেছেন : আমি আপনার সাথে পুরোপুরি ই একমত। লেখাপড়া শেখার সময় থাকে অনেক , কিন্তু শিষ্টাচার ছোটবেলায় না শিখলে তা আর মগজে স্থায়ী থাকেনা।
203689
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৮
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : তাই ত আমাদের ভার্সিটির ছেলেরা শিক্ষক শিক্ষিকাকে কেন পিটাইয়া হালুয়া বানায়,
203690
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
egypt12 লিখেছেন : শিক্ষিত বেয়াদপের চেয়ে অশিক্ষিত ভদ্র অনেক উত্তম
203696
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৩
ভিশু লিখেছেন : খারাপ বলেন নি!
Happy Good Luck
203698
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৮
মাটিরলাঠি লিখেছেন : আসলেই এই রকম শিক্ষাব্যাবস্থা আমাদের দরকার। যার লক্ষ্য হবে - Manners Is First, Knowledge Is Next."

অনেক অনেক ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য।

203699
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
বিন হারুন লিখেছেন : ছাত্র-নেতা হতে হলে পরিচিতির জন্য আগে শিক্ষক পেটাতে হয়.
203720
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমিও আপনার সাথে একমত! আসলেই পড়ালেখা করে করে দেশে অনেক বড় বড় সব খাটাস তৈরি হচ্ছে!
203722
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
আল সাঈদ লিখেছেন : শুধু বেয়াদপ না পাগলও বটে।
203731
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩২
জাগো মানুস জাগো লিখেছেন : really your important point out.
Now a days Education is the one kind of Business in our country.
From the pre school to University.
১০
203738
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
প্রবাসী আশরাফ লিখেছেন : আসলে নৈতিক/চারিত্রিক শিক্ষার অধিকাংশটাই শিশুরা শিখে পরিবার থেকে...হ্যাঁ জাপানিদের সাথে আংশিক একমত নৈতিক শিক্ষাটা যেন বিদ্যালয়েও বলবত থাকে তাই বলে ১০ বছরের নীচে কোন পরীক্ষা নেওয়া হবেনা এই যুক্তির পক্ষে নই আবার বইয়ের ভাঁড়ে কোমলমতী শিশুদের কুঁজো বানাবার পক্ষেও নই...সহনীয় পর্যায়ে পাঠ ও পরীক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাই শিশুকাল থেকেই গড়ে উঠতে সাহায্যে করে...ধন্যবাদ আপনার লেখনীর জন্য।
১১
203739
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪০
সজল আহমেদ লিখেছেন : সহমত পোষন করতেছি।শুধু জাপান নও ফিলিপাইনি ছেলেমেয়েও উচ্চশিক্ষিত বাংলাদেশীদের চেয়ে ভদ্র।
১২
203768
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩০
শফিউর রহমান লিখেছেন : কিছু মনে করবেন না - বেয়াদপ নয়, "বেয়াদব" হবে কথাটা। বেয়াদব - আদব নাই যার। হয়তো টাইপিং মিস্টেক হয়েছে।
ইচ্ছা করলে শিরোনামে সংশোধণ করে দিতে পারেন। ধন্যবাদ।
১৩
203777
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। আমরা শিশুদের প্লেগ্রুপ থেকেই পরিক্ষার ভুত শিশুদের উপর চাপিয়ে দিই সেই সঙ্গে পারস্পরিক প্রতিযোগিতা। যার কারনে শিশুরা শুধু ভদ্রতা শিখতে ব্যার্থ হয় তাই নয় সামাজিক জিবনের পরমতসহিষ্ঞুতাও শিখতে ব্যার্থ হয়।
১৪
203778
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৮
তুতুবাচ্চা লিখেছেন : ভালো লাগলো
১৫
203812
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
অনুরাগ লিখেছেন : আপনার সাথে একমত ।
১৬
203851
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
ফেরারী মন লিখেছেন : egypt12 লিখেছেন : শিক্ষিত বেয়াদপের চেয়ে অশিক্ষিত ভদ্র অনেক উত্তম
১৭
204177
০৮ এপ্রিল ২০১৪ রাত ০১:৪১
ওয়াহিদ রাসেল লিখেছেন : সবাইকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File