পোলাপাইন শিক্ষিত হইতাছে আর এক একটা উচ্চ মাপের বেয়াদব হইতাছে
লিখেছেন লিখেছেন ওয়াহিদ রাসেল ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:৫৫:৩৬ সকাল
"রিসার্চ অফ জাপান" নামে একটা ফিচার পড়ছিলাম উইকিপিডিয়া তে। সেখানে তাদের স্কুলের নিয়ম-কানুনের মধ্যে দেখলাম একটি অভিনব কায়দা!
"জাপানের স্কুল গুলোতে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয় না। ১০ বছরের আগে বাচ্চাদের পরীক্ষা নেওয়া জাপানের নিয়মানুযায়ী অবৈধ!"
তাঁরা মনে করে ১০ বছর বয়সের আগে বাচ্চাদের নৈতিক শিক্ষা/আঁচার-আচরণ/ভদ্রতা/শিষ্টাচার শেখার সময়। এ সময়টা তাঁর জ্ঞান যাচাই এর না।
তাদের মূল লক্ষ্য-- "Manners is first then knowledge is next"
এই জন্যই তো বলি জাপানিরা এত ভদ্র হয় কেন ......
আর আমাদের দেশে অশিক্ষিতদের চেয়ে শিক্ষিতরা বেশি বেয়াদব
আমি মনে করি বাংলাদেশেরে ও উচিৎ শিক্ষার মূল লক্ষ্য এটি হওয়া। শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপার টা একটু ভেবে দেখার জন্য।
বিষয়: বিবিধ
১৬২২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য।
Now a days Education is the one kind of Business in our country.
From the pre school to University.
ইচ্ছা করলে শিরোনামে সংশোধণ করে দিতে পারেন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন