কিছু মন্দ কথা আমি বলতে চাই

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৭ এপ্রিল, ২০১৪, ১০:৫২:২৯ সকাল

আমি আমার সাত বছর বয়স থেকেই কওমি-পরিবারের অংশ হয়ে আছি। এখন আমার তেইশ' চলছে। দীর্ঘ প্রায় সতের বছরের বাস্তব অভিজ্ঞতায় আমি যা বুঝেছি সেটা হল, কওমী-শিক্ষা আমাদের ইসলাম ধর্মের প্রকৃত নির্দেশনাকে পুর্ণ করতে পারছেনা। কেন পারছেনা সেটা বলতে গেলেই জানি সবাই মুখ ভেংচে বলে দেবে, 'হয়ে গেছে পথভ্রষ্ট!' অথচ এই কথাগুলো সবার মাঝে চর্চিত হওয়া দরকার। সবার অন্তরিক পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় কওমী শিক্ষার একটি সুদৃঢ় অবকাঠামো তৈরী করা প্রয়োজন। নতুবা সমাজ-সংস্কৃতি ও মানুষের জীবনবোধকে পাশ কাটিয়ে যে অপরিকল্পিত ঠুনকো শিক্ষানীতি আমরা শত বছর ধরে গলঃধরণ করে আসছি, তা দিয়ে আমাদের স্বপ্নবান শিক্ষার্থীদের জ্ঞানের পিপাসাতো মিটবেইনা; উল্টো তাদের ভবিষ্যত-কামনাগুলো ব্যর্থতার নিকষ আঁধারে ছেয়ে যাবে। যাবেনা, আসলে যাচ্ছে। একটা কথা 'নীতিনির্ধারক'দের বুঝা উচিৎ, পবিত্র কোরআন ও হাদীসের জ্ঞান হল সকল জ্ঞানের উৎস। অতএব এর পাঠপদ্ধতিও হতে হবে সর্বোৎকৃষ্ট। গোলাপকে শুধুমাত্র আলমিরায় সাজিয়ে রাখলে সুন্দর হয়ত দেখাবে, তবে এর প্রকৃত ভালবাসা ও কমনীয় সৌরভ কোনোভাবেই উপলব্ধি করা যাবেনা।...(চলবে)

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203721
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৯
আল সাঈদ লিখেছেন : সবার আগে আপনার মতামত কাওমি মাদ্রাসার বোর্ড কে জানান। খালি খালি এখানে লিখে বির্তকিত হবেন না।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৬
153060
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমার সে সক্ষমতা নেই যে আমি তাদের সাথে কথা বলি। যদি থাকত তবে অবশ্যই সে চেষ্টা করে দেখতাম। আমি কওমি মাদরাসা ও এর সাথে জড়িত প্রতিটি মানব-সন্তানকেই ভালবাসি। তাই এখানে কোনো বিচ্যুতি দেখলে এর সমালোচনা করাটা আমার ভালবাসার অধিকারের মধ্যেই পড়ে! والله أعلم
203736
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
সজল আহমেদ লিখেছেন : এখানে লিখলেই কি এর সমাধান হবে?
এটা নিয়ে কতৃপক্ষের সাথে আলোচনায় বসে যান।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
153061
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সমাধান হয়ত কখনোই হবে না! তবে চেষ্টা করতে দোষ কি?
203763
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১২
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বলতে দিন, এখানে না বলে কোথায় বলবে,
এখানে এমন এক জায়গা যেখানে মানুষের বা প্রতিষ্টানের ভুলত্রুটি প্রমান সহকারে দেখানো হয় যা কর্তৃপক্ষের নজর কাটে
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৮
153062
ইমরান বিন আনোয়ার লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান ফিদ্দারাইন।
203775
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো।
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা দরকার।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
153063
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমার অনুভূতিটুকু বুঝার জন্য ধন্যবাদ।
203784
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৭
প্রেসিডেন্ট লিখেছেন : চালিয়ে যান। শুভকামনা।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
153064
ইমরান বিন আনোয়ার লিখেছেন : بارك الله فيك
203848
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
ফেরারী মন লিখেছেন : চরম বাস্তব কথা বলেছেন সাহস করে। অনেক সাধুবাদ আপনাকে। সময় এসেছে এসব মাদ্রাসার ছিলেবাসকে পরিবর্তন করে আধুনিক যুগোপযোগী করে গড়ে তোলার
203865
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File