মরণ সীমানার বেদুইন আমি

লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৭ এপ্রিল, ২০১৪, ১১:০৭:৪২ সকাল

হে আকাশ তুমি বলে দাও,এলোমেলো কষ্টগুলোকে...ওরা যতই আমাকে আবৃত করে রাখুক, বুকের মাঝে করে যাক আঘাত একের পর এক...তবু কোনো প্রলেপেই অবরুদ্ধ হবো না আর, কষ্টরা নষ্ট হবে উদীপ্ত শিখার সংস্পর্শে। এ জীবন পাড় করে চলেছি

কাঁটাতারের সীমান্তে,অজান্তে লিখেছিলাম তার নাম...রক্ত অঝরে ঝরে চলে, হৃদপিণ্ড থেকে শিরা উপশিরায়...মৃত্যুর ছায়া মেখেছি,তার আঁচলে বাধা এই প্রাণ...

মরণ সীমানার বেদুইন আমি, নীরবেই ঝরবে এ প্রান......!

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203730
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
প্রবাসী আশরাফ লিখেছেন : অনলে জ্বলে ছাঁই হয় ভষ্স সোনা হয় খাঁটি...কস্ট সহিংসু উদ্বীপ্ত শিখার সংস্পর্শে এসে কষ্টরা ভষ্স হলেও আপনি খুঁজে পাবেন সফলতার শীর্ষচূঁড়া...কষ্টমিশ্রিত ভাললাগা রেখেগেলাম... Big Hug
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
153032
উড়ালপঙ্খী লিখেছেন : অসাধারণ,অনেক ভাল লাগলো ভাই,ধন্যবাদ Happy
203734
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
সজল আহমেদ লিখেছেন : আহা চমত্‍কার অতি চমত্‍কার!
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
153033
উড়ালপঙ্খী লিখেছেন : অনেক ধন্যবাদ Happy
203846
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৬
ফেরারী মন লিখেছেন : আপনার লেখাগুলো আমার ভালো লাগে এই কারণে যে প্রায় আমার মনে কথাগুলোই পাই। আর তাছাড়া সুন্দর ও সাজিয়ে সাহিত্যের রস দিয়ে লেখেন দেখে ভালো লাগে।

লিখে যান
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৯
153090
উড়ালপঙ্খী লিখেছেন : অনেক ধন্যবাদ Happy সুন্দর মনের মানুষের চোখে খুব সাধারণ কিছুও অনেক সুন্দর দেখায় Happy দোয়া রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File