মরণ সীমানার বেদুইন আমি
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৭ এপ্রিল, ২০১৪, ১১:০৭:৪২ সকাল
হে আকাশ তুমি বলে দাও,এলোমেলো কষ্টগুলোকে...ওরা যতই আমাকে আবৃত করে রাখুক, বুকের মাঝে করে যাক আঘাত একের পর এক...তবু কোনো প্রলেপেই অবরুদ্ধ হবো না আর, কষ্টরা নষ্ট হবে উদীপ্ত শিখার সংস্পর্শে। এ জীবন পাড় করে চলেছি
কাঁটাতারের সীমান্তে,অজান্তে লিখেছিলাম তার নাম...রক্ত অঝরে ঝরে চলে, হৃদপিণ্ড থেকে শিরা উপশিরায়...মৃত্যুর ছায়া মেখেছি,তার আঁচলে বাধা এই প্রাণ...
মরণ সীমানার বেদুইন আমি, নীরবেই ঝরবে এ প্রান......!
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখে যান
মন্তব্য করতে লগইন করুন