স্বপ্নের ইতিহাস

লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ২২ মার্চ, ২০১৫, ০২:১০:২৮ রাত

প্রায় রাতেই ভাবি এই রাতটাই হয়তো জীবনের শেষ রাত...কতরাত ভেবেছি যে স্বপ্নগুলো পূরণ হয়েছে...এবং যে স্বপ্নগুলো পূরণ হয়নি...সেই স্বপ্নগুলোর কথা এই রাতেই লিখে যাবো...এভাবেই একেকটা অপেক্ষার রাত কেটে যায়...মনের অভিধানে চলমান শব্দ সঙ্কট আর এলোমেলো শব্দগুলোর কারণে আজও লেখা হয়নি আমার স্বপ্নের ইতিহাস।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310376
২২ মার্চ ২০১৫ রাত ০২:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইতিহাস লিখার আগে অন্যের লেখা পড়ুন মন্তব্য করুন, না হয় স্বপ্নের আর লেখা হবেনা জীবনে....!!!!!
২২ মার্চ ২০১৫ সকাল ০৬:১৪
251397
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্যথিত প্রথম হতে না পেরে আর সহমত আপনার মন্তব্যের সাথে।
310392
২২ মার্চ ২০১৫ সকাল ০৬:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
মনের অভিধানে চলমান শব্দ সঙ্কট আর এলোমেলো শব্দগুলোর কারণে আজও লেখা হয়নি আমার স্বপ্নের ইতিহাস।


আজ যা লিখলেন, তাই কাল ইতিহাসের অংশ হয়ে যাবে। তাহলে লিখতে থাকুন।

লিখার পরিধিটি আরো বাড়ান। জানি আপনি পারবেন, আর আমরাতো আছি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File