অপেক্ষা...
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ২৭ জুন, ২০১৪, ০৩:২২:০৭ রাত
দেখতে দেখতে আরো একটি বছর পেরিয়ে গেল
আজ তোমার জন্মদিন তাই সারা রাত জেগে আছি-
তোমাকে শুভেচ্ছা জানাবো বলে..
আমি জানি তুমি আসবে প্রতি বছরের মতো আবার,
সারা রাত ধরে গল্প হবে দু’জনের,
তুমি বলবে আমায় অনেক কথা- আর
আমি অপলক চেয়ে থাকবো তোমার দিকে..
.
আজ ৭ টা বছর পেরিয়ে গেলো- তুমি নেই,
আমি এইভাবেই শুভেচ্ছা জানাবো প্রতি বছর,
প্রতিবারের মতোই এইবারেও তোমার উপহারটি এনে রেখেছি, আর তুমি প্রতিবারের মতই সেটা না নিয়ে চলে যাবে...
সারা রাত জেগে থাকার পর আমি ভোর বেলার স্বপ্নে বেরিয়ে পড়ব,
সেইখানে, যেখানে তুমি আমায় শেষ বিদায় জানিয়ে ছিলে,
সেখানকার অবহাওয়ার সাথে মিশে আছে তোমার সুবাস...
মনে হয় যেন এই তিতাস নদীর পাড়েই আছে তোমার বাস,
তাইতো তোমার অভাব অনুভব করলেই
আমি চলে আসি প্রিয় তিতাসের পাড়ে...
তুমি কি পারছো দেখতে ! চেয়ে দেখো
আজও শুভেচ্ছা জানাচ্ছি তোমার জন্মদিনের,
তুমি যেখানেই থাকো সুখী হও এইটুকু প্রার্থনা আমার...!
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন