প্রিয় মডারেটরের দৃষ্টি আকর্ষন: প্রিয় বাবা নিয়ে লেখা প্রতিযোগীতা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৭ এপ্রিল, ২০১৪, ১১:১৪:৩১ সকাল
প্রিয় মডারেটর, এই ব্লগে যেহেতু বাবা সম্পর্কিত লেখার প্রতিযোগীতা চলছে তাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে ভাল মানের লেখা প্রতিদিন একটি করে ষ্টিকি করে রাখতে।
এতে যে উপকারগুলো হবে -
=> ষ্টিকি থাকার কারনে যেহেতু লেখাটি প্রথম পৃষ্ঠায় থাকবে সেহেতু অধিক সংখ্যক পাঠক পড়তে পারবে।
=> অধিক সংখ্যক পাঠক তার অভিব্যাক্তি প্রকাশ করতে পারবে।
=> ভালো লেখায় উদ্দীপ্ত হয়ে অন্য ব্লগারগনও লেখতে শুরু করবে।
=>ভাল লেখাগুলো ফেইসবুকে শেয়ার করা হয় তাই ফেইসবুকের পাঠকগনও ব্লগে ঢু মারা শুরু করবে এতে ব্লগের পাঠক সংখ্যা বাড়বে।
=> এমনকি অন্য ব্লগের নিয়মিত পাঠকও যদি এই ব্লগে ঢু মারে আর এমন লেখা পড়ে, আমি নিশ্চিত সে এই ব্লগের ভক্ত হয়ে যাবে।
আর সর্বোপরি ভালো লেখা থেকে সবাই শিক্ষা গ্রহন করে নিজের জীবনকে সুন্দর করে সাজাবে।
টুডে ব্লগের শুভকামনা রইলো
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
আপু আপনাকে ধন্যবাদ একাত্বতা প্রকাশ করার জন্য...
তবে বিষয় বিক্তিক স্টিকি করা একান্ত প্রয়োজন যেমন
০১। কোন গুরুত্বপূর্ন ব্যক্তিদের জীবনী,জম্মদিন,
০২।কোন শিক্ষনীয় ভ্রমনকানিহী
০৩।কোন ধর্মীয় রীতিনীতি সম্পর্কে কোন পোষ্ট যদি ব্লগারদের উপকারে আসে,
প্রতিযোগিতার লিখা ষ্টিকি হলে পড়তে সুবিধা। না হলে অনেক লেখাই চোখ এড়িয়ে যায়।
মন্তব্য করতে লগইন করুন