সুযোগের সঠিক ব্যাবহার

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮:০২ দুপুর

আমাদের জীবনে সুযোগ বার বার আসে না। ছোট বড় সুযোগ যখন আসে তখন তার সঠিক ব্যাবহার করতে পারিনা অথবা সুযোগ ধারন করার নিজেকে যোগ্য মনে করিনা।

গল্প দিয়ে বলার চেষ্টা করি -

আলাল-দুলাল বন্ধু মাছ ধরতে গেছে। আলাল এক একটা মাছ ধরছে আর ঝুড়িতে রাখছে। একটা সময় আলালের ঝুড়ি মাছে ভড়ে গেল। আর এদিকে দুলালও এক একটা করে বড় মাছ ধরছে আর পানিতে ফেলে দিচ্ছে।এটা দেখে আলাল এগিয়ে আসলো এবং কারন জিজ্ঞেস করলো কেন বড় মাছ পাওয়া সত্বেও ফেলে দিচ্ছে। দুলাল উত্তর দিল তার ঘরে মাছ রান্না করার যেই পাত্র আছে তা আকারে ছোট তাই বড় মাছ পেলেও সে তা ফেলে দিচ্ছে।

এক গাল হেসে দুলাল বন্ধু আলালের কাঁধে হাত রেখে বুঝিয়ে বলল, বন্ধু তুমি বড় মাছটা পেয়ে ফেলে না দিয়ে তোমার ঘরে রাখা পাত্রটাকে কেন বদলে নিচ্ছনা।

গল্প শেষে বাস্তবে ফিরে আসি -

আমাদের জীবনেও বিভিন্ন ধাপে ধাপে ছোট-বড় অনেক সুযোগ আসে। কিন্তু সেই সুযোগ ধারন করার সাহস-সক্ষমতার অভাবে তা নিতে পারিনা।

সুযোগ আসলে যেন তা কি করে ধরতে পারি?

১) সুযোগ আসবেই এই বিশ্বাস রেখে নিজেকে ঐ সুযোগের যোগ্য করে তোলা।

২) সুযোগ আসবে এই অপেক্ষায় না থেকে সুযোগ সৃষ্টির চেষ্টা করা।

৩) নিজের স্বপ্নগুলো বাস্তবতার নিরিখে পরখ করে নেওয়া এবং স্বপ্ন পূরনে পথে কাজ করে যাওয়া।

বিষয়: বিবিধ

৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File